5

Purulia: সীমানা সিল হতেই বিপাকে ট্রাক চালকরা, বাড়ছে ক্ষোভ

Purulia: রাজ্যের একাধিক জেলায় কার্যত বন্যা পরিস্থিতি। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া, উদয়নারায়ণপুরে প্লাবন দেখতে গিয়েছিলেন। তিনি এই জল-যন্ত্রণার দায় ডিভিসির উপরই দিয়েছেন। একইসঙ্গে বলেছিলেন, বিভিন্ন নদীর জল বেড়ে সড়কে চলে আসছে।

Purulia: সীমানা সিল হতেই বিপাকে ট্রাক চালকরা, বাড়ছে ক্ষোভ
বিপাকে ট্রাক চালকরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 10:36 AM

পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুরুলিয়া সীমানা সিল করল জেলা পুলিশ। জেলার এ🔜কাধিক থানা এলাকার সঙ্গে ঝাড়খণ্ডের যোগ থাকা নাকা পয়েন্ট সিল করে দিয়েছে পুলিশ। এর ফলে রাত থেকে কয়েকশো পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢুকতে পারছে না গাড়ি। পুরুলিয়া জেলার ৩৮০ কিলোমিটার পর্যন্ত সীমানা এলাকা থাকায় ঝাড়খণ্ড থেকে আসা লরি জেলায় ঢুকতে পারেনি। লোহার জিনিস ধানবাদ থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলেন জয়প্রকাশ গিরি। তিনি বলেন, “রাজ্য হোক বা কেন্দ্র সরকার, কোনও কিছু হলেই ট্রাকের উপর এসে রাগটা পড়ে। কেন যে হয়, জানি না। আমাদের পেটে লাথি মেরে সমস্যার সমাধান হয়ে যাবে? বাস যায়, অন্যান্য যানবাহন যায়। সেখানে কোনও সমস্যা নেই। আটকাচ্ছে শুধু ট্রাক। এসব অন্যায়।”

রাজ্যের একাধিক জেল💯ায় কার্যত বন্যা পরিস্থিতি। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া, উদয়নারায়ণপুরে প্লাবন দেখতে গিয়েছিলেন। তিনি এই জল-যন্ত্রণার দায় ডিভিসির উপরই দিয়েছেন। একইসঙ্গে বলেছিলেন, বিভিন্ন নদীর জল বেড়ে সড়কে চলে আসছে। হাইওয়েতেও অনেক জায়গায় জল উঠে গিয়েছে। পরিস্থিতি ভয়াবহ। ঝাড়খণ্ডের বর্ডার তাই তিনদিন সিܫল করারও নির্দেশ দেন।

এই খবরটিও পড়ুন

পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতিপ্রিয় সিং মাহাতো বলেন, “এ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। তাই এসব নাটক চলছে। আরজি করের ঘটনা, রাজ্যপুলিশকে নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া সামনে আসছে, সেদিক থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে। আমরা তো জানতাম বৃষ্টি হবে। আবহাওয়া দফতর তো পূর্বাভাস দিয়েছিল। প্রতি বছরই তো বন্যা হয়। সতর্ক হন না কেন মুখ্যমন্ত্রী? উনি কোনও কিছু হলেই কেন্দ্রকে দোষারোপ করেন। এর বাইরে আর কিছুই পারেন না। এভাবে রাজ্য চলে না।”

সন্তানের জন্মের কয়েক দিনের মাথা🦄তেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকাꦆ-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়ের মৃত্যুতে চিঠি দিলে𒁃ন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমไতা দিল বর𒁃্তমান সরকার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানু😼ষকে টেকেন ফর গ্র🅘ান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স🌠্বাধীন' বা𝐆ংলাদেশ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
♓তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁত𒁏কে উঠছেন ভক্তরা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবা🌌র সিরিয়🐼ালে ফিরছেন আদৃত?
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
বিদ্রোহে-বিপ্লবে শক্তির উপাসনা, আন্দোলনেই এ বছর অ༺কাল বোধন?
বিদ্রোহে-বিপ্লবে শক্তির উপাসনা, আন্দোলনেই এ বছর অকাল বোধন?
কাঁদছে কুমোরটুলি!
কাঁদছে কুমোরটুলি!