12 Sep  2024

এই বারে বিশ্বকর্মা পুজো কি সোমবারে না মঙ💃্গলবারে🐻?  

credit: google

TV9 Bangla

দেবশিল্পী তিনি।ꦆ দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র বিশ্বকর্মা তিনি। বিশ্🐓বকর্মা দেবশিল্পী। শিল্প, সৃষ্টি ও নতুন নতুন নির্মাণ তাঁর কাজ।

হিন্দু শাস্ত্র মতে অ🧸ন্যান্য পুজো এবং তিথি চন্দ্রের গতির উপর নির্ভর করে নির্ধারিত হলেও বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি উপরে।

আগামী ১৬ সেপ্ট꧟েম্বর সন্ধে ৭টা ৪৩ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে। আ🐓র সেই সময় পুজিত হন বিশ্বকর্মা।

সেই মতো আগামী ৩১ ভাদ্র, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পুজিত ��হবেন দেবশিল্পী। জানেন কখনജ শুরু পুজো আর কখন শেষ?   

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ৩১ ভাদ্র, ১৬ সেপ্টেম্বর, সোমবার ভাদ্র শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি𝓀র শেষ সকালে ৩টে ১১ মিনিট শুরু পুজো।

বিশুদ্ধ স💝িদ্ধান্ত পঞ্জিক🐲া মতে বিশ্বকর্মা পুজোর তিথি শেষ হচ্ছে ৩১ ভাদ্র, ইংরেজি মতে ১৬ সেপ্টেম্বর, সোমবার ।

আবার গুপ্তপ্রেশ পঞ্জিকা 🐼মতে এইবারে বিশ্বকর্মা পুজো শুরু হচ্ছে ৩১ ভাদ্র অর্থাৎ ইংরেজি মতে ১৭ সেপ্টেম্বর🅺, মঙ্গলবার।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে তিথি থাকছে চতুর্দশীর সকাল ১১টা ৪ 💖মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।