11 September 2024

এক ফোঁটা তেল দিয়ে বলিরেখা তাড়ান

credit: istock

TV9 Bangla

কুঁচকে যাওয়া চামড়া, কপালে বলিরেখা, চোখের নীচে কালচে দ𒊎াগ—এগু♛লো ত্বকের বার্ধক্যের লক্ষণ। এগুলো কমাতে পারে নারকেল তেল।

বে🎀শিরভাগ মানুষ নারকেল তেল চুলে মাখ♕েন। কিন্তু ত্বকেরও খেয়াল রাখে এই তেল। নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি-এজিং উপাদান।

নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। বিশেষত শুষ্ক ত্বককে নারকেল তেল নরম ও ♊মসৃণ করে তোলে। কমায় ত্বকের সমস্যা।

নারকেল তেল ত্বক কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে। এꦍই প্রোটিন চামড়াকে টানটান করে তুলতে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।

নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্🐻টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বককে পুষ্টি জꦐোগায়।

নিয়মিত মুখে নারকেল তেল ♊মাখলে ত্বকের স্থিতিস্থাপ😼কতা বৃদ্ধি পায়। এমনকি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে নারকেল তেল।

ত্বকের বয়স ধরে রাখতে☂ গেলে অ্যান্টি-এজিং ক্রিไমের ছেড়ে মুখে নারকেল তেল মাখা শুরু করুন। এতেই ত্বকের হাজারো সমস্যা সমাধান হবে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে নার🐈কেল তেল মালিশ করুন। তারপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন। এতেই দেখবেন ত্বক চকচক করছে।