5

PARIS 2024: পিয়ানোর সুরে প্রেমের শহরে শুরু প্যারালিম্পিক

Paris Paralympics 2024: ফরাসি কিংবদন্তি প্যারা সাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনি, পিয়ানোর সুরে উদ্বোধন হল প্যারালিম্পিকের। ফরাসি শিল্পীদের পারফরম্যান্স, অ্যারোবেটিক্স শো। প্যারিসের আকাশ রঙিন হল। এরপর প্যারিসে অ্যাথলিটদের প্যারেড।

PARIS 2024: পিয়ানোর সুরে প্রেমের শহরে শুরু প্যারালিম্পিক
Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 12:58 AM

সরকারি ভাবে শুরু হয়ে গেল প্যারিস প্যারালিম্পিক। এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে অলিম্পিকের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন হল লা কনকর্ডে-তে। ফরাসি কিংবদন্তি প্যারা সাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনি, পিয়ানোর সুরে উদ্বোধন হল প্য൲ারালিম্পিকের। ফরাসি শিল্পীদের পারফরম্যান্স, অ্যারোবেটিক্স শো। প্যারিসের আকাশ রঙিন হল। এরপর প্যারিসে অ্যাথলিটদের প্যারেড। ধীরে ধীরে উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি অ্🐬যালফাবেট অনুযায়ী প্রবেশ ভিন্ন দেশের প্যারালিম্পিয়ানদের। ওপেনিং সেরিমনিকে উপস্থিত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ।

বাংলাদেশ এর আগের সংস্করণে একজন মাত্র অ্যাথলিট পাঠিয়েছিল। এ বার একাধিক। জার্মানি পাঠিয়েছে ১৪৩ সদস্যের টিম। আর্জেন্টিনাও বড় টিম পাঠিয়েছে। প্যারালিম্পিকের শুরু থেকে প্রতিবারই অ্যাথলিটদের পাঠিয়েছে আর্জেন্টিনা। প্যারিস প্যারালিম্পিকে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ ভুটানও। রয়েছেন ব্রাজিলের অ্যাথলিটরাও। টোকিও অলিম্পিকে ভালো পারফর্ম করেছি💛লেন তাঁদের সাঁতারুরা। ফুটবল ৫ প্যারালিম্পিকে যুক্ত হওয়ার পর সবকটি সোনার পদকই জিতেছে ব্রাজিল। এর মধ্যে একবার আর্জেন্টিনাকে হারিয়ে।

অলিম্পিকের উদ্বোধনꦚী অনুষ্ঠানে নজর ছিল ভারতের দিকে। টোকিও গেমসে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। ইতিহাস লিখেছিলেন শুটার অবনী লেখারা। প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন অবনী। টোকিওতে ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ ছিল ভারতের ঝুলিতে। প্যারিসে নিজেদের সবচেয়ে বড় টিম পাঠিয়েছে ভারত। সব মিলিয়ে ৮৪ অ্যাথলিট। গত সংস্করণে সংখ্যাটি ছিল ৫৪। স্বাভাবিক ভাবেই এ বার পদক সংখ্যার প্রত্যাশাও বেশি।

এই খবরটিও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে হাঙ্গেরির এর পর প্রবেশ ভারতীয় অ্য়াথলিটদের। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বইলেন সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। শাড়ি এবং পাঞ্জাবিতেই প্রবেশ ভারতীয় টিমের। সুমিত🎃 আন্তিল জ্যাভলিন থ্রোয়ার। টোকিও গেমসে সোনা জিতেছিলেন। এ বারও তাঁর থেকে এমনই প্রত্যাশা। আর এক পতাকা বাহক ভাগ্যশ্রী যাদব শট পাটে অংশ নেন। ২০২২ প্যারা এশিয়ান গেমসে শট পাট F34-ক্যাটেগরিতে রুপো এনেছিলেন। দ্বিতীয় বার অলিম্পিকে অংশ নিতে চলেছেন ভাগ্যশ্রী। টোকিওতে ফাইনালে উঠলেও পদক আসেনি। প্যারিসে সেই প্রত্যাশাতেই নামছেন ভাগ্যশ্রী।

সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সু♏খ🔯বর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়ের মৃত্যুতে চিঠি দিল🔥েন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্𝓀ষমতা দিল বর্তমান সরকার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানꦚুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশ পাকিস্তানের গ💙োলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধ🌳ীন' বাংলাদেশ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠ🎐ছেন ভক্তরা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
Adrit Roy: সুখব🐽র! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন ಌআদৃত?
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
বিদ্রোহে-বিপ্লবে🐼 শক্তির উপাসনা, আন্দোলনেই এ বছর অকাল বোধ🌱ন?
বিদ্রোহে-বিপ্লবে শক্তির উপাসনা, আন্দোলনেই এ বছর অকাল বোধন?
কাঁদছে কুমোরটুলি!
কাঁদছে কুমোরটুলি!