5

Sachin Tendulkar: সচিনের কড়া জবাব ইতিহাস হয়ে রয়েছে, স্মৃতিতে ডুব দিলেন বীরেন্দ্র সেওয়াগ

Virender Sehwag on INDIA vs PAKISTAN Rivalry: তাঁদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়দের। ভাবলেই রোমাঞ্চ হয়। শুধু যে ক্রিকেট প্রেমীদেরই এমন পরিস্থিতি হয় তা নয়। প্রাক্তন ক্রিকেটাররাও সে সব দিনের প্রসঙ্গ উঠলে ভাবনায় ডুবে যান। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগই যেমন।

Sachin Tendulkar: সচিনের কড়া জবাব ইতিহাস হয়ে রয়েছে, স্মৃতিতে ডুব দিলেন বীরেন্দ্র সেওয়াগ
Image Credit source: Daniel Berehulak/Getty Im🧸ages
Follow Us:
| Updated on: Sep 08, 2024 | 12:20 AM

সোনালি সময়। ভারতীয় ক্রিকেটে এমন অনেক সময়ই এসেছে। তবে সচিন-সৌরভ-সেওয়াগদের সময়কে যেন রূপকথা বলা যায়। অন্তত ‘নাইন্টিস কিড’দের কাছে তো অবশ্যই। শোয়েব আখতারের দীর্ঘ রান আপ, এক্সপ্রেস গতির ডেলিভারি। অন্য দিকে, ব্রেট লি। আর তাঁদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়দের। ভাবলেই রোমাঞ্চ হয়। শুধু যে ক্রিকেট প্রেমীদেরই এমন পরিস্থিতি হয় তা নয়। প্রাক্তন ক্রিকেটাররাও সে সব দিনের প্রসঙ্গ উঠলে ভাবনায় ডুবে যান। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগই যেমন।

ওয়ান ডে ফরম্যাটে ভারত দু-বার বিশ্বকাপ জিতেছে। ১৯৮৩-র পর ২০১১ সালে। যদিও এর মাঝে বিশ্বজয়ের খুব কাছে পৌঁছেছিল ভারতীয় দল। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ফাইনালে উঠেছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সেখানে স্বপ্নভঙ্গ হয়। তবে টুর্নামেন্টে বেশ কিছু স্মরণীয় ম্যাচ রয়েছে। এ𝕴র মধ্যে অন্যতম ভারত-পাকিস্তান। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে বরাবরই একতরফা লড়াই। ভারতকে 🥂হারাতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনই ছিল। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ফেরা যাক ২০০৩ বিশ্বকাপের ঘটনায়।

সেঞ্চুরিয়নে মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রতিপক্ষ বোলিং আক্রমণে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার। ভারতীয় ব্যাটিং লাইন আপে সচিন, সৌরভ, সেওয়াগ, দ্রাবিড়, যুবরাজ সিং। পাকিস্তানের স্পিডস্টারের হুঁশিয়ারি ছিল ভারতীয় ব্যাটিং আক্রমণে বিপর্যয় আনবেন। কিন্তু সেই পরিকল্পনা খাটেনি। বীরেন্দ্র সেওয়াগ এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনও মনে আছে, শোয়েব আখতার বলেছিল, ভারতের টপ অর্ডারই ওর টার্গেট। ওই ভারতীয় টপ অর্ডারকে শেষ করে দেবে এমন একটা কথা বলেছিল। আমি যদিও সেটা পড়িনি। সেসময় এত টিভি কিংবা খবরের কাগজে নজর রাখতাম না। তবে ওকে যে সচিন তেন্ডুলকর কড়া জবাব দিয়েছিল, সেটা ভালোভাবেই মনে আছে।’

এই খবরটিও পড়ুন

শোয়েব আখতারের প্রথম ওভারের শেষ তিন ডেলিভারিতে ৬,৪,৪! সব মিলিয়ে ১৮ রান তুলেছিলেন সচিন। মাস্টারব্লাস্টার সেই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। তবে মাত্র ৭৫ বলে ৯৮ রানে ইনিংস খেলেছিলেন। সেওয়াগ সেই ম্যাচে মাত্র ২১ রানে আউট হয়েছিলেন। তবে ম্যাচের পরের দিকে সচিনের পায়ে টান ধরায় রানার হিসেবে নেমেছিলেন সেওয়াগ। সেই অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আমি রানার হিসেবে এসেছিলাম। অনেকক্ষণ থেকেই খেয়াল করছিলাম, আফ্রিদি কিছু না কিছু বলেই যাচ্ছে। সচিন তেন্ডুলকরের ফোকাস নষ্ট করতে পারেনি।’

অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
এখনও হয়নি আইনি বিচ্ছেদꦉ, এরই মধ্যে প্✤রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
সন্তানের জন্মেরꦓ কয়েক দি꧋নের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়🌺ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বཧাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমে🅺র
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এ🐲গোচ্ছে 'স্বাধীন'ꦍ বাংলাদেশ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
তৈমুর পুতুলের পর ♒এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্ত🃏রা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
ꦓAdrit Roy: সুখবর! 'ম🤪িঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...