5

Left-Congress alliance: ভোটের পরেও ত্রিপুরায় জোটে থাকবে বাম-কংগ্রেস: সূত্র

Tripura Politics: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শনিবারেই প্রথম সম্পাদকমণ্ডলীর বৈঠক করে ত্রিপুরা রাজ্য সিপিএম। শনিবারের সেই বৈঠকেই কংগ্রেসের সঙ্গে জোট বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Left-Congress alliance: ভোটের পরেও ত্রিপুরায় জোটে থাকবে বাম-কংগ্রেস: সূত্র
বাম-কংগ্রেস জোট। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 12:19 PM

আগরতলা: বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়াই করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। যদিও এই জোট উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির দಌ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসা আটকাতে পারেনি। কিন্তু ভোটপর্ব মিটে গেলেও ত্রিপুরার রাজ্য রাজনীতিতে বজায় থাকবে বাম-কংগ্রেসের জোট। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে সে রাজ্যের বামফ্রন্ট ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে। আগামী দিনে বিভিন্ন কর্মসূচি একসঙ্গেই পালন করবে বাম-কংগ্রেস জোট। বিধানসভার ফল প্রকাশের পর থেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে𒀰 বলে অভিযোগ। সেই হিংসা বন্ধের জন্য পদক্ষেপ করতে ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে দেখা করে আর্জি জানাবে বাম-কং জোট। রাজ্যপালের কাছে যাওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছেন দুই দলের শীর্ষ নেতৃত্ব।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শনিবারেই প্রথম সম্পাদকমণ্ডলীর বৈঠক করে ত্রিপুরা রাজ্য সিপিএম। শনিবারের সেই বৈঠকেই কংগ💝্রেসের সঙ্গে জোট বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সম্পাদক মণ্ডলীর বৈঠকে জোট হিসাবে বিরোধিতার প্রস্তাব গৃহীত হয়েছে। ত্রিপুরার সিপিএম মনে করেছে, এখনই জোট ভাঙলে তা নিয়ে মানুষের কাছে ভুল বার্তা যাবে। ত্রিপুরাবাসীর কাছে সিপিএমের ভূমিকা হাস্যকর হয়ে যেতে পারে। এই সব কথা মাথায় রেখেই যৌথ ভাবেই এগিয়ে যেতে চান কংগ্রেস এবং সিপিআই নেতৃত্ব।

এ নিয়ে ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, “গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ধর্মনিরপেক্ষ শক্তিকে একসঙ্গে নিয়ে লড়াই করার সিদ্ধান্ত হয়েছিল। এই ভোটেই সেই লড়াই শেষ হয়নি। তাই গণতন্ত্র ফেরানোর লড়াই একসঙ্গেই চলবে।” ত্রিপুরা কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় কুমার জোটের প্রসঙ্গে বলেছেন, ” নানা প্রতিকূলতার মধ্যে বাম এবং কংগ্রেসের প্রার্থীরা যথাসাধ্য চেষ্টা করেছেন। আমাদের সংগঠনে কোথাও কোথাও দুর্বলতা ছিল। সে গুলো খুঁজে বের করে মেরামত করতে হবে।”

প্রসঙ্গত, এ বছরই প্রথমবার জোট গড়ে ত্রিপুরায় লড়াই করে বাম ও কংগ্রেস। এই জোট ১৪টি আসন জিতেছে। এর ম♊ধ্যে বামফ্রন্ট জিতেছে ১১টি আসনে 𒀰এবং কংগ্রেস জিতেছে ৩টি আসনে। জোট করেও গত বারের থেকে পাঁচটি আসন কমেছে বামেদের। যদিও কংগ্রেসের তিনটি আসন বেড়েছে। ৩৩টি আসন নিয়ে ত্রিপুরার ক্ষমতা দখল করেছে বিজেপি। যদিও গত বারের থেকে তাঁদের ১১টি আসন কমেছে। অন্য দিকে তিপ্রা মোথা ১৩টি আসন জিতে চমকে দিয়েছে।

অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্💯বামী?
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
সন্তানের জন্মের কয়েক দি꧋নের মাথাতেই নত🤪ুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর♈্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরক𒁃✅ার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানুষকে টেকেন ꧃ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশಌ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখ🔴েই আঁতকে উঠছেন ভক্তরা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
Adrit Ro𝄹♈y: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...