5

Meghalaya TMC: ব্যবধান মাত্র ৭ ভোট, মমতার এক সময়ের সতীর্থের ছেলেকে হারিয়েই মেঘালয়ে খাতা খুলল তৃণমূল

Meghalaya TMC defeats : মেঘালয়ে মুখ্যমন্ত্রীর দাদাকে পরাজিত করে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। মমতার একসময়ের সতীর্থের ছেলে তিনি।

Meghalaya TMC: ব্যবধান মাত্র ৭ ভোট, মমতার এক সময়ের সতীর্থের ছেলেকে হারিয়েই মেঘালয়ে খাতা খুলল তৃণমূল
রূপা মারাক এবং জেমস সাংমা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 5:39 PM

শিলং: মেঘালয়ে মুখ্যমন্ত্রীর দাদাকে পরাজিত করে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। দাদেংগ্রে কেন্দ্রে গত তিনবার ন্যাশনাল পিপলস পার্টির হয়ে জয়ী হয়েছিলেন জেমস পাংসাং সাংমা। তবে, এইবারের নির্বাচনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দাদাকে পরাজিত করলেন তৃণমূল কংগ্রেসের রূপা ꦍএম মারাক। যদিও ভোটের ব্যবধান মাত্র ৭। ক্ষমতা দখলের মতো জায়গায় যেতে না পারলেও, কিꦯংবা কিংমেকার না হয়ে উঠতে পারলেও, মেঘালয়ে প্রধান বিরোধী শক্তি হিসাবে আবির্ভূত হল তৃণমূল কংগ্রেস। তবে, ২০১৮ সালেও মেঘালয়ে নির্বাচনে অংশ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে সেইবার তৃণমূলকে খালি হাতেই ফিরিয়ে ছিল মেঘালয়। সেই তুলনায় এবার উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, মোট বৈধ ভোটের ৩৫.৩৮ শতাংশ বা ২৭,৭৪৬টি ভোট পেয়েছেন জেমস পাংসাং সাংমা। তাঁর থেকে মাত্র ৭টি ভোট বেশি পেয়ে আসনটি জিতে নেন তৃণমূলের রূপা এম মারাক। এই জের মধ্য দিয়েই মেঘালয়ে খাতা খোলে তৃণমূল কংগ্রেস। এখ🍸নও পর্যন্ত গণনা অনুযায়ী ৪টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, আর এগিয়ে আছে আরও ১ আসনে। দাদেংগ্রে কেন্দ্রটি পশ্চিম গাঢ়ো পাহাড় জেলায় অবস্থিত। এই আসনে অন্যান্য প্রার্থীরা ছিলেন বিজেপির ব্রেইনিং আর মারাক, কংগ্রেসের চেস্টারফিল্ড সাংমা এবং রিপাবলিকাল পার্টি অব ইন্ডিয়ার উইটিজেন এন সাংমা। এনপিপি ইতিমধ্যে ১৯টি আসনে জয়ী হয়েছে আর এগিয়ে আছে আরও ৬টি আসনে। প্রধান প্রতিপক্ষ ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি জিতেছে ১১টি আসনে।

প্রসঙ্গত, কনরাড সাংমা এবং জেমস সাংমার বাবা, পিএ সাংমা একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন। ২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন মাত্র দুই জন – একজন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অপরজন পিএ সাংমা। সেই সাংমার ছেলেকে পরাজিত করেই এবার মেঘালয়ে সাফল্যের পথে পা বাড়াল তৃণমূল কংগ্রেস।

২০১৮ সালে মাত্র ০.৪ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপির ভোট ছিল ৯.৬ শতাংশ। এবার এখনও অবধি গণনা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৩.৭১ শতাংশ ভোট এবং বিজেপি পেয়েছে ৯.২৫ শতাংশ ভোট। বস্তুত, ২০১৮ সালের পর থেকে গত ৫ বছরে মেঘালয়ের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। কংগ্রেস ভেঙে মুকুল সাংমা বেশ কয়েকজন বিধায়ক-সহ যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। সেই শক্তিক্ষয়ের ধাক্কা এখনও সামলাতে পারেনি হাত শিবির। ২০১৮ সলে রাজ্যে সবথেকে বেশি ভোট পেয়েছিল কংগ্রেস, ২৮.৫ শতাংশ। সেখান থেকে এইবার কংগ্রেসের ভোট ꦇপ্রাপ্তি নেমে এসেছে ১৩.২৩ শতাংশে।

অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন🅘 স্বামী?
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
সন্তানের জন্মের কয়েক দিনের মাথ🐓াতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়ের মৃত্যুতে চিঠি 𓃲🏅দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষ🎃মতা দিল বর্তমান সরকার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া ব൲ার্তা পরমের
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশꦬ পাকিস্তান🅠ের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্▨তরা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
Adrit Roy: সুꦅখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...