Bangladesh: ‘আমি হিন্দু, আওয়ামী লিগ করি, জামাতরা অত্যাচার করছে বলে পালিয়ে এসেছিলাম এখানে’

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 31, 2024 | 8:24 PM

Bangladesh: ধৃতদেরর মধ্যে পাঁচ শিশু,পাঁচ মহিলা ও একজন পুরুষ। সবাইকেই শনিবার আলিপুর আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে সাতদিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের সকলেই বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানার বাসিন্দা। আরও কেউ ওই এলাকায় আছে কি না সেটাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Bangladesh: আমি হিন্দু, আওয়ামী লিগ করি, জামাতরা অত্যাচার করছে বলে পালিয়ে এসেছিলাম এখানে
আটক বাংলাদেশি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সুন্দরবন: উত্তেজনা থামেনি। এখনও বাংলাদেশে ✃আওয়ামি লিগের সঙ্গে জামাত ও বিএনপি-র অশান্তির খবর প্রকাশ্যে আসছে। আর সেই উত্তেজনা এড়াতে ভারতেও কি অনুপ্রবেশ চলছে বাংলাদেশিদের? কারণ, শুক্রবার শিশু সহ মোট ১১ জন বাংলাদেশি ধরা পড়ল বন🧜কর্মীদের হাতে।

জানা যাচ্ছে, শুক্রবার বিকেলের পর সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারি চলছিল। সেই সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের। সাথে সাথেই তাঁদে🉐রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা। এরপর গোসাবার সুন্দরবন কোཧস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ১১ জনকেই।

ধৃতদেরর মধ্যে পাঁচ শিশু,পাঁচ মহিলা ও একজন পুরুষ। সবাইকেই শনিবার আলিপুর আদালতে পাঠানো হয়েছে।🐻 এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে সাতদিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের সকলেই বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানার বাসিন্দা। আরও কেউ ওই এলাকায় আছে কি না সেটাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

এ প্রসঙ্গে ধৃত বাংলাদেশি সুব্রত মণ্ডল বলেন, “আমাদের ওইখানে মারধর করছে। থানায় কোনও প্রশাসন নেই। জামাত ও বিনএনপির লোকেরা অত্যাচার করছে। আমরা হিন্দু আমরা আওয়ামি করি। তাই অত্যাচার করছে জামাতরা। ভেবেছিলাম থাকব কেষ্টপুরের🗹 দিকে।” কল্পনা বিশ্বাস নামে আরও এক ধৃত বাংলাদেশি মহিলা বলেন, “আমাদের উপর অত্যাচ🐽ার করছে। আমরা কোনও পার্টি করতাম না ওইখানে। তারপরও আমাদের উপর অত্যাচার করত।”

Next Article