5
শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিধায়ক তিনি। ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির হাতেখড়ি। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কাঁথি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। এরপর তৃণমূল কংগ্রেসে যোগদান। যে তমলুককে এক সময় সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের তালুক বলা হত, ২💖০০৯ সালে সেখানেই ঘাসফুল ফোটান শুভেন্দু। যার মাটি তৈরি হয়েছিল ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরে। তখন তিনি অবশ্য দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক। ২০১৬ সালে নন্দীগ্রামের বিধায়ক হন তিনি। ছেড়ে দেন তমলুকের সাংসদ পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রাজ্যের পর্যটন মন্ত্রীও হয়েছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান। আবারও নন্দীগ্রাম থেকে লড়াই এবং পদ্মপ্রতীকে জয়।

Read More

Suvendu Adhikari On Sandeshkhali: বেছে-বেছে কোন মহিলাদের উপর অত্যাচার হয়েছে সন্দেশখালিতে? উত্তরটা বলেই দিলেন 🧜শুভেন্দু

Suvendu♔ Adhikari On Sandeshkhali: শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব গায়ে লেগেছে। ফেক ভিডিয়ো ছাড়ার পরেও সন্দেশখালির মা বোনেরা প্রতিবাদ করেছেন। তৃণমূলের সাংগঠনিক শক্তি জনশক্তি 🀅নেই। তাই পুলিশকে ক্যাডারের মতো ব্যবহার করা হচ্ছে।"

Loksabha Election: ‘তৃণমূলের কপালে কী আছে দেখতে থাকুন… ঠাকুরকে ডাকুন’, শুভেন্দুর গলায় হুঁশিয়ারির সুর

Suvendu Adhikari: নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন শুভে💃ন্দু। তিনি বলেন, বুথ চত্বরে কমিশন সুরক্ষা দিতে পেরেছে। তবে পাড়ার ভিতরে তো গণ্ডগোল হচ্ছেই। এ নোংরামি হবেই। সেখানে কমিশনের কিছু করার নেই।

Abhijit Ganguly: অনশনকারী শিক্ষকদের এফআইআরে নাম অভিজিৎ গাঙ্গুলির, শুনেই বললেন, ‘দেখা যাবে’

BJP: রাজ্য প্রা🌳থমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম বলেন, শনিবার তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে ভণ্ডুল করতে বিজেপির লোকজন হামলা করে। বিজেপি প্রার্থী ও শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এই হামলা চলে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর করা হয়। যদিও এই অভিযোগ পাত্তাই দিতে নারাজ অভিজিৎ গঙ্গে🅷াপাধ্যায়।

Suvendu Adhikari: মুসলিমদের সামনে দাঁড় করিয়ে ‘রাম রাজ্যের’ মানে বোঝালেন শুভেন্দু, ভোট-বঙ্গে কীসের বার্তা

Suvendu Adhikari: জঙ্গিপুরে শুভেন্দুর বক্তব্য শুনতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু তাঁদের উদ্দেশে বলেন, 'বিজেপির সমর্থক অনেক মুসলিমরা এখানে এসেছেন। আপনাদের বলছি, আমি জয় শ্রীরাম বলি। এতে লুকানোর কিছু নেই। কিন্তু আপনাদের আমি বলব না জয় শ💟্রীরাম ধ্বনি দিতে। আপনি অন্য ধর্মে বিশ্বাসী। কিন্তু বিজেপি আপনাদের রাম রাজ্য উপহার দিতে চায়।'

টাটাকে বাংলায় ফি♏রিয়ে আনবে বিজেপি? কীসের বার্তা দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: সিঙ্গুর আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে নিজের মতামত প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। গতবছরের মে মাসে রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করে শুভেন্দু বলেছিলেন, 'সিঙ্গুর আন্দোলনে মানুষের সমর্থন ছিল না। ওটা ছিল টাট🌊াকে তাড়ানোর আন্দোলন।' যদিও অতীতে মমতা বন্দ্যোপাধ্য়ায় আ𒅌বার দাবি করেছিলেন, টাটাকে তিনি বা তৃণমূল তাড়ায়নি, বরং সিপিএম তাড়িয়েছে।

Kunal Ghosh: শুভেন্দুর সঙ্গ🐬ে ব্যক্তিগত শত্রুতা নেই: কুণাল ঘোষ

Kunal Ghosh: মিঠুন চক্রবর্তীর ইস্য়ুতে এদিন দেবের তুমুল সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তখনই তিনি শুভেন্দুর প𓂃্রসঙ্গও টেনে আনেন। বললেন, 'শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই। আমার নেত্রীকে, নেতাকে, আমার দলকে আক্রমণ করেন, তাই তাঁদের আক্রমণ করি।'

Mamata-Suvendu Adhikari: ‘দিঘায় যাচ্ছি, গাড়িতে আমি ছিলাম, ও ছিল…’, শুভেন্দুকে নিয়ে ‘ব্যক্তিগত কথা’টা বলে ফেললেন মমতা

Mamata-Suvendu Adhikari: মমতা এদিন উল্লেখ করেন, শিশিরের শপথেও যাননি শুভেন্দু। বলেন, "ওর বাবা যখ♌ন শপথ নিতে গিয়েছিলেন, দেখলাম ছেলে নেই শপথে। খোঁজ খবর করলাম। শুনলাম বাবা কেন মন্ত্রী হবে, ও কেন হবে না, তাই গোঁসা হয়েছে।"

Mamata on Suvendu Adhikari: নিজের বইতে শুভেন্দুর কথা কেন লিখেছিলেন মমতা? ব্যাখ্যা দিয়ে বললেন ‘পাল্টে দেব’

Mamata Banerjee on Nandigram: মমতা উল্লেখ করেন, ꧋সে দিন ব্রাশ কিংবা শাড়ি কিছুই সঙ্গে ছিল না।🃏 কোনও রকমে রাত কাটিয়ে, চেয়ে-চিন্তে শাড়ি পরে পরের দিন গিয়েছিলেন নন্দীগ্রামের দিকে। কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল তাঁর দিকে। পরে অ্যাম্বুল্যান্সে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে।

Suvendu-Abhishek: আজ নজরে পুরুলিয়া, অভিষেক-শুভেন্দু দু’জনেই জেলায়

Suvendu-Abhishek: আজ পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে সভা 𓄧রয়েছে শুভেন্দুর। তিনি পুরুলিয়ার বলরামপুর বিধানসভার অন্তর্গত বেলকুড়ি ময়দানে বিজয় সংকল্প সভায় যোগ দ🤪েবেন। অন্যদিকে, পুরুলিয়া শহরের এক বেসরকারি রিসর্টে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Suvꦓendu Adhikari: বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে: শুভেন্দু

Suvendu Adhikari: লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ 🎃গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার ডিমারিতেඣ এক জনসভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু। সেই নির্বাচনী প্রচার সভা থেকেই চাকরি যাওয়ার ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা।