Purulia: ছাগলটা যখন গাড়ি থেকে লাফ মারে, আঁচ মেলে তখনই, পুরুলিয়ার কাছে জাতীয় সড়কে রক্তাক্ত, দলা পাকিয়ে যাওয়া পরপর লাশ

তপন হালদার | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 21, 2024 | 9:58 AM

Purulia: শুক্রবার সকালে জয়পুর থানার রামামতি, চৈতনডি গ্রামের প্রায় ২০ জন ছাগল ব্যবসায়ী একটি লরিতে করে পুরুলিয়ায় যাচ্ছিলেন মফফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,  আচমকাই লরির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে  টাল সামলাতে না পেরে উল্টে যায় লরিটি।

Purulia: ছাগলটা যখন গাড়ি থেকে লাফ মারে, আঁচ মেলে তখনই, পুরুলিয়ার কাছে জাতীয় সড়কে রক্তাক্ত, দলা পাকিয়ে যাওয়া পরপর লাশ
পুরুলিয়ায় দুর্ঘটনায় মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: ২০ টা ছাগল নিয়ে লরিতে ব্যবসায়ীরা যাচ্ছিলেন বাজারের উদ্দেশে। মাঝপথে আচমকাই ফেটে যায় লরির চাকা। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। চাকা ফাটার সময়ে লরির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। উল্টে যায় লরি। সে সময় একটা ছাগল লাফ দিয়ে বেরিয়ে আসতে পারে। কিন্তু বাকি সব চাপা পড়ে যায় লরির নীচে। লরির নীচেই পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনাটি ঘটেছে জামশেদপুর বোকার🐼ো ৩২ নম্বর জাতীয় সড়কের আইমুন্ডি মোড়ের কাছে।

শুক্রবার সকালে জয়পুর থানার রামামতি, চৈতনডি গ্রামের প্রায় ২০ জন ছাগল ব্যবসাไয়ী একটি লরিতে করে পুরুলিয়ায় যাচ্ছিলﷺেন মফফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,  আচমকাই লরির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে  টাল সামলাতে না পেরে উল্টে যায় লরিটি। লাফ দিয়ে নামার আগেই লরির নীচে চাপা পড়ে যান প্রায় সকলেই।

স্থানীয় বাসিন্দারা ও জাতীয় সড়কের ধারের দোকানিরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু লরির নীচ থেকে চাপা পড়ে থাকা আহতদের উদ্ধার করতে প্রাথমিক⛦ভাবে বেগ পেতে হয়। লরির নীচে পিষ্ট হয়ে ততক্ষণে মৃত্যু হয় চার জনের। আহতদের উদ্ধার করে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিক꧒িৎসক। ঘটনায় আহত ১জনকে উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

Next Article
程序发生错误,错误消息:System.IO.IOException: 无法创建“D:\蚂蚁超级镜像站群\cache\iccwins89.com\iccwins89.com\west-bengal\purulia\purulia-4-person-died-in-road-accident-in-purulia-1082515.html”,因为同名文件或目录已存在。 在 System.IO.__Error.WinIOError(Int32 errorCode, String maybeFullPath) 在 System.IO.Directory.InternalCreateDirectory(String fullPath, String path, Object dirSecurityObj, Boolean checkHost) 在 System.IO.Directory.InternalCreateDirectoryHelper(String path, Boolean checkHost) 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__2.＀䄀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__1.＀攀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Bootstrapper.d__18.＀쌀()