Arambag: শ্লীলতাহানির অভিযোগে ধরা পড়তেই চিকিৎসকের গলায় পরানো হল জুতোর মালা, আটক

Tanmoy Bairagi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 11, 2024 | 4:50 PM

Arambag: ধামসা এলাকারই বাসিন্দা ওই মহিলা গত বেশকয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতার SSKM এ চিকিৎসাধীন ছিলেন। এইসময় SSKM হাসপাতালের চিকিৎসক কিছু ওষুধ খেতে পরামর্শ দেন।

Arambag: শ্লীলতাহানির অভিযোগে ধরা পড়তেই চিকিৎসকের গলায় পরানো হল জুতোর মালা, আটক
শ্লীলতাহানিতে অভিযুক্ত চিকিৎসক
Image Credit source: TV9 Bangla

Follow Us

আরামবাগ: চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। আর এই অভিযোগে গ্রামীণ চিকিৎসককে জুতোপেটা করে জুতোর মালা পর🍰িয়ে ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা আরামবাগের ধামসা এলাকায়।

জানা গেছে, ধামসা এলাকারই বাসিন্দা ওই মহিলা গত বেশকয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতার SSKM এ চিকিৎসাধীন ছꦚিলেন। এইসময় SSKM হাসপাতালের চিকিৎসক কিছু ওষুধ খেতে পরামℱর্শ দেন। কিন্তু কীভাবে তা খেতে হবে তা জানতে নির্যাতিতা মহিলা ধামসা এলাকার ওই গ্রামীন চিকিৎসকের দ্বারস্থ হন।

অভিযোগ,ফোনে কথা বলতে চꦚাইলেও ওই গ্রামীন চিকিৎসক মহিলাকে বুধবার তাঁর ডাক্তারখানায় ডেকে পাঠান। মহিলা তার শিশুকন্যাকে নিয়ে ডাক্তারখানায় যান। অভিযোগ, মেয়েকে বাইরে বার করে দিয়ে ডাক্তারখানার দরজা আটকে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই গ্রামীণ চিকিৎসক। প্রায় ২০মিনিট ধরে এই ঘটনা চলার পর কোনওমতে ওই মহিলা ডাক্তারখানার দরজা খুলে বাইরে গিয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

ওই গ্রামীণ চিকিৎসকের উপর চড়াও হন স্থানীয় মানুষজন। জুতোর মালা পরিয়ে দেওয়া হয় ওই গ্রামীণ চিকিৎসককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ।অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিগৃহীতার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। ꧒ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Next Article