কলকাতা: ঋষভ পন্থ নাকি শুভমন গিল, চিপক টেস্টের তৃতীয় দিন কে সেঞ্চুরি আগে করবেন? এ নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা হতে না হতেই হুড়মুড়িয়ে দু’জনই সেঞ্চুরি করে ফেললেন। লাঞ্চ বিরতিতে যখন গেল দুই দল, সেই সময় শুভমন (Shubman Gill) ছিলেন ৮৬ রানে এবং ঋষভ (Rishabh Pant) ছিলেন ৮২ ꦗরানে। ফলে দু’জনই খুব দূরে ছিলেন না শতরানের। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই ൩শতরান করে ফেলেন পন্থ। গিল তখন ছিলেন ৮৭ রানে। এরপর পন্থ আউট হতে হাত খুলে ফের খেলা শুরু করেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। দেখতে দেখতে ৬০তম ওভারে গিয়ে তিন অঙ্কের রানে পৌঁছান গিল।
টেস্ট কেরিয়ারে এটি শুভমনের পঞ্চম শতরান। ১৬১ বলে সেঞ্চুরি পঞ্জাব তনয়ের। এই সে🃏ঞ্চুরি করার পথে তাঁর ব্যাটে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। পন্থ আউট হওয়ার পর গিলকে সঙ্গ দিতে আসেন কেএল রাহুল। এরপর তাঁরা জুটিতে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করেন। পঞ্চম উইকেটে গিল ও রাহুল ৫৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। ৬৪তম ওভার শেষ হতে ভারত অধিনায়ক রোহিত ইনিংস ডিক্লেয়ার করে দেন (দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান🅺 তুলে ডিক্লেয়ার করেছেন রোহিত)। এই টেস্ট জিততে বাংলাদেশের টার্গেট ৫১৫।
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমꦕন গিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শ🗹ূন্যে আউট হয়েছিলেন। যার ফলে এক লজ্জার নজিরে নাম লিখিয়েছিলেন। এক ক্যালেন্ডার বছরে তিন বার ঘরের মাঠে টেস্টে শূন্যে আউটের নজির। এ বার দ্বিতীয় ইনিংসে ১১৯ নট আউট থেকে নানা সমালোচনার জবাব দিলেন।
A moment to savour fo🤡r as he 💮notches up his 5th Test CENTURY 👏👏
Live – …
— BCCI (@BCCI)
চলতি বছরে ৭টি টেস্টে ৩টি শতরান করেছেন শুভমন। সেই সুবাদে এ বছর কোনও ভারতীয় হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড তাঁর। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার নামে। ক্যাপ্টেন ৯টি শত🐈রান করেছেন। টেস্টে পঞ্চম সেঞ্চুরি করে সেই ব্যবধান অল্প কমালেন গিল।