Rinku Singh: রিঙ্কু সিংয়ের ম্যাভেরিক্সে জিশানের জন্য বিরাট ‘জশন’, এ বার নজর পঞ্চবাণে…

Sep 01, 2024 | 1:26 PM

UP T20 league: টানা ৪ জয়ের সুবাদে রিঙ্কু সিংয়ের মিরাট পয়েন্ট টেবলের শীর্ষস্থান মজবুত করে রয়েছে। এই প্রথম বার ক্যাপ্টেনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রিঙ্কু সিং। তাতে আলিগড়ের নবাব যথেষ্ট সফল।

Rinku Singh: রিঙ্কু সিংয়ের ম্যাভেরিক্সে জিশানের জন্য বিরাট জশন, এ বার নজর পঞ্চবাণে...
Rinku Singh: রিঙ্কু সিংয়ের ম্যাভেরিক্সে জিশানের জন্য বিরাট 'জশন', এ বার নজর পঞ্চবাণে...

Follow Us

কলকাতা: রিঙ্কু সিংয়ের (Rinku Singh) সময়টা বড়ই ভালো কাটছে। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20 League) তাঁর টিম মিরাট ম্যাভেরিক্সের জয়রথ থামাতে পারছে না কোনও টিম। টানা ৪ জয়ের সুবাদে রিঙ্কুর মিরাট পয়েন্ট টেবলের শীর্ষস্থান মজবুত করে রয়েছে। এই প্রথম বার ক্যাপ্টেনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রিঙ্কু সিং। তাতে আলিগড়ের নবাব যথেষ্ট সফল। তাঁর দলের পারফরম্যান্স য✤ার বড় প্রমাণ। শনি-রাতে গোরখপুর লায়ন্সকে ৪৮ রানে হারিয়েছে মিরাট। জিশান-যশদের দাপুটে বোলিংয়ের সুবাদে ম্যাভেরিক্সে এখন ‘জশন’ হচ্ছে।

একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে রিঙ্কু সিংয়ের মিরাটকে ব্যাটিংয়ে পাঠান🐟 গোরখপুর ক্যাপ্টেন আকাশদীপ নাথ। রিঙ্কু এর আগে ইউপি লিগে তিনটি ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। গোরখপুরের বিরুদ্ধে তা পারেননি। ৭ বলে ৫ রানে আউট হন রিঙ্কু। তাঁর ব্যাট না চললেও মাধব কৌশিকের ৪৭ রান, উবেশ আহমেদের ৩৭ রানের সুবাদে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৪ রান তোলে মিরাট।

এই খবরটিও পড়ুন

এরপর গোরখপুর ১৬৫ রানের টার্গেট ত❀াড়া করতে নেমে ১১৬ রানে থামে। ১৯.১ ওভারের মাথায় গোরখপুরকে অলআউট করে মিরাট। নেপথ্যে যশ গর্গের ও জিশান আনসারির ৩টি করে উইকেট এবং বিজয় কুমার ও যোগেন্দ্রর ২টি করে উইকেট। ৪৮ রানের বড় জয় মিরাটের।

এই ম্যাচের পর চলতি ইউপি টি-২০ লিগের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়েছেন জিশান। পেয়েছেন পার্পল ক্যাপ। আজ, একানায় লখনউ ফ্যালকন🎶্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মিরাটের🌟। এই ম্যাচ জিততে পারলে রিঙ্কুর দলের পাঁচে পাঁচ জয় হবে। লখনউ এখনও অবধি ৪ ম্যাচে মাত্র ১টিতে জিতেছে।

Next Article
程序发生错误,错误消息:System.IO.IOException: 无法创建“D:\蚂蚁超级镜像站群\cache\iccwins89.com\iccwins89.com\sports\cricket-news\rinku-singh-led-meerut-mavericks-won-back-to-back-four-match-in-up-t20-league-1115099.html”,因为同名文件或目录已存在。 在 System.IO.__Error.WinIOError(Int32 errorCode, String maybeFullPath) 在 System.IO.Directory.InternalCreateDirectory(String fullPath, String path, Object dirSecurityObj, Boolean checkHost) 在 System.IO.Directory.InternalCreateDirectoryHelper(String path, Boolean checkHost) 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__2.＀䄀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__1.＀攀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Bootstrapper.d__18.＀쌀()