Duleep Trophy 2024: অংশুল কম্বোজের শিকার ৮, দলীপে রেকর্ড গড়ে এলিট গ্রুপে হরিয়ানার ছেলে

Sep 15, 2024 | 1:26 PM

Anshul Kamboj: ঈশ্বরণের টিমের বিরুদ্ধে দলীপের তৃতীয় দিন ৫ উইকেট নেন অংশুল। আজ, রবিবার প্রথম সেশনে তিনি তাড়াতাড়ি ৩টি উইকেট তুলে নেন। দলীপের ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে মোট ৮ উইকেট নিয়েছেন অংশুল।

Duleep Trophy 2024: অংশুল কম্বোজের শিকার ৮, দলীপে রেকর্ড গড়ে এলিট গ্রুপে হরিয়ানার ছেলে
অংশুল কম্বোজের শিকার ৮, দলীপে রেকর্ড গড়ে এলিট গ্রুপে হরিয়ানার ছেলে
Image Credit source: @BCCIdomestic X

Follow Us

কলকাতা: বয়স তাঁর চব্বিশ ছুঁই ছুঁই। চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) এক ইনিংসে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। হরিয়ানার ছেলে ইন্ডিয়া-সি টিমের হয়ে দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অনন্তপুরে এই কীর্তি গড়েছেন। অভিমন্যু ꦅঈশ্বরণের টিমের বিরুদ্ধে দলীপের তৃতীয় দিন ৫ উইকেট নেন অংশুল। আজ, রবিবার প্রথম সেশনেꦬ তিনি তাড়াতাড়ি ৩টি উইকেট তুলে নেন। দলীপের ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে মোট ৮ উইকেট নিয়েছেন অংশুল। তাঁর আগে এই কীর্তি গড়েছেন কারা?

অংশুল কম্বোজের আগে দলীপ ট্রফিতে ৮ উইকেট নেওয়া দু🌸ই বোলার হলেন দেবাশিস মোহান্তি (১০/৪৬) এবং অশোক দিন্দা (৮/১২৩)। দলীপে কেরিয়ারের সেরা বোলিং করেছেন অংশুল। ইন্ডিয়া-বি টিমের প্রথম ইনিংসে ২৭.৫ ওভার বল করে ৮টি মেডেন সহ ৬৯ রান খরচ করে ৮ উইকেট ঝুলিতে ভরেছেন অংশুল। তার আগে ভারত-সি-এর হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৮ রানের ইনিংস খেলেন হরিয়ানার ছেলে।

অভিমন্যুর দলের বিরুদ্ধে অংশুলের আট শিকার হলেন – নায়ারণ জগদীশান (৭০), মুশির খান (১), সরফরাজ খান (১৬), রিঙ্কু সিং (৬), নীতীশ কুমার রেড্ডি (২),♛ রাহুল চাহার (১৮), নভদীপ সাইনি (০) ও মুকেশ কুমার (৪)। এই রেকর্ড গড়া স্পেলের আগে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে অংশুল এক ইনিংসে তিনটির বেশি উইকেট নিতে পারেননি।

এই খবরটিও পড়ুন

বছর তেইশের অংশুল কম্বোজ ১৫টি লিস্ট-এ-র ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ২৩টি উইকেট। এ বছর তাঁর আইপিএল অভিষেক হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি ২টি ম্যাচ খেলেছিলেন। এবং ১টি করে উইকেটও নিয়েছিলেন। ২ ম্যাচ খেলার পর অবশ্য অংশুল আর সুযোগ পাননি। এ বার অনন্তপুরের পাটা পিচে ⭕দলীপে এক ইনিংসে♏ ৮ উইকেট নিয়ে শিরোনামে চলে এসেছেন তিনি।

Next Article
程序发生错误,错误消息:System.IO.IOException: 无法创建“D:\蚂蚁超级镜像站群\cache\iccwins89.com\iccwins89.com\sports\cricket-news\anshul-kamboj-becomes-third-pacer-to-record-8-wicket-haul-in-duleep-trophy-history-1119647.html”,因为同名文件或目录已存在。 在 System.IO.__Error.WinIOError(Int32 errorCode, String maybeFullPath) 在 System.IO.Directory.InternalCreateDirectory(String fullPath, String path, Object dirSecurityObj, Boolean checkHost) 在 System.IO.Directory.InternalCreateDirectoryHelper(String path, Boolean checkHost) 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__2.＀䄀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__1.＀攀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Bootstrapper.d__18.＀쌀()