Anubrata Mondal: কী এমন অভিযোগ, কেন গারদে থাকতে হল অনুব্রত মণ্ডলকে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 20, 2024 | 8:01 PM

Anubrata Mondal: অভিযোগ ছিল, অনুব্রতর আয়ের সঙ্গে ব্যায়ের মিল নেই। তাঁর ও তাঁর মেয়ের নামে থাকা একাধিক রাইস মিল ও জমির খোঁজ পেয়েছিল ইডি ও সিবিআই।

Anubrata Mondal: কী এমন অভিযোগ, কেন গারদে থাকতে হল অনুব্রত মণ্ডলকে
অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বীরভূমের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে ইডি-🃏ও। দুই সংস্থার হাতেই গ্রেফতার হন তিনি। একে একে সব মামলা থেকেই জামিন পেয়েছেন বীরভূমের কেষ্ট। মনে করা হচ্ছে তাঁর ঘরে ফেরা শুধুই সময়ের অপেক্ষা। যাঁর নামে নাকি বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই কেষ্ট মণ্ডলকে জেলে যেতে দেখে অনেকেই বলেছিলেন খাঁচায় ঢুকেছে বাঘ। কিন্তু কেন এমন একজন দাপুটে নেতাকে যেতে হল জেলে?

-গরু পাচার-কাণ্ডে ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছিল আদালতে। সায়গল হোসেন, ইলামবไাজারের গরু হাটের মালিক আব্দুল লতিফ ও বিকাশ মিশ্রের নাম ছিল সেখানে। অভিযোগ ছিল, অনুব্রত মণ্ডলের নামেই যেত গরু পাಌচারের টাকা। সেই টাকা নাকি অনুব্রতর হয়ে নিতেন সায়গল হোসেন। মূলত সায়গল ছিলেন দুপক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম।

-অভিযোগ ছিল, অনুব্রতর আয়ের 🀅সঙ্গে ব্যায়ের মিল নেই। তাঁর ও তাঁর মেয়ের নামে থাকা একাধিক রাইস মিল ও জমির খোঁজ পেয়েছিল ইডি ও সিবিআই।

-সূত্রের খবর, যে পরিমাণ আয় তিনি করতেন, তার থেকে অনেক কম আয়কর জমা করা হত। সেই সংক্রান্ত অভিযোগের জে🔯রে অনুব্রতর বীরভূমের বাড়িতে আয়কর দফতর নোটিꦜস পাঠিয়েছিল।

-পিএমএলএ আইনে অনুব্রতর বিরুদ্ধে মামলা করেছিল ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগেই মামলা করেছিল ইডি। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় অনুব্রতকে।

Next Article
程序发生错误,错误消息:System.IO.IOException: 无法创建“D:\蚂蚁超级镜像站群\cache\iccwins89.com\iccwins89.com\india\why-anubrata-mondal-was-arrested-what-were-the-allegations-1121136.html”,因为同名文件或目录已存在。 在 System.IO.__Error.WinIOError(Int32 errorCode, String maybeFullPath) 在 System.IO.Directory.InternalCreateDirectory(String fullPath, String path, Object dirSecurityObj, Boolean checkHost) 在 System.IO.Directory.InternalCreateDirectoryHelper(String path, Boolean checkHost) 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__2.＀䄀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__1.＀攀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Bootstrapper.d__18.＀쌀()