30 January 2024

নম্বর দুটো, কিন্তু WhatsApp একটাই

credit: istock

TV9 Bangla

ব্যবহারকারীদের অভিজ্ঞতা সুমধুর করতে এই ফিচারগুলি এক-এক করে রোলআউট করেছে এই মুহূর্তের সবথেকে জনপ্রিয়𓄧 ইনস্ট্য🐷ান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।

চ্যাট লক, HD ছবি পাঠানোর অপশন, মেসেজের জন্য নতুন এডিট অপশন, স্ক্রিন শেয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্🅷ট্য রয়েছে তালিকায়।

এই সব ফিচারগুলিই দীর্ঘ প্রতীক্ষিত এবং ব্যবহারকারীদের জীবন আরও সহজ করে দিয়েছে। তারই মধ্যে🌠 একটি হল একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা।

অনেকেই হয়তো জানেন না, একটাই ফোনে, একটাই হোয়াটসঅ্যাপ অ🐼্🔯যাপ থেকে দু'টি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।                                                        

দে🗹খে নেওয়া যাক দুটো ফোন নম্বরে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন? একই অ্যাপে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট🅰 সেট করার কাজটি খুবই সহজ।

তার জন্য আপনার দরকার একটি দ্বিতীয় ফো🎃ন নম্বর এবং♕ আর একটি সিম কার্ড অথবা এমন একটা ডিভাইস, যা মাল্টি-সিম বা eSIM প্রযুক্তি সাপোর্ট করে।

পরবর্তী ধাপগুলি হল- হোয়াটস🦹অ্যাপ সেটিংসে চলে যান💙। আপনার নামের পাশে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করুন।                                                

এরপরে আপনাকে ‘অ♏্যাড অ্যাকাউন্ট’টি বেছে নিতে হবে। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেট🀅আপ প্রক্রিয়াটি শুরু করতে পারবেন।