27 February 2024

গেম খেললেই গরম হচ্ছে স্মার্টফোন?

credit: istock

TV9 Bangla

মোবা꧋ইল গ🦹েম অনেকেরই পছন্দ। ফোনের মাধ্যমে অবসর সময়ে গেম খেলেন অনেকেই। কিন্তু সেক্ষেত্রে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হয়।                                                       

অল্পতেই ফোন গরম হয়⛦ে যায়। তবে সহজেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। জানেন কীভাবে?                                                       

গেম খেলতে গিয়ে মোবাইল গরম হলে জানতে হবে ওই গেমটি প্রসেস হওয়ার জন্য প্রয়োজনীয় ক💮নফিগারেশন ফোনে নেই। তাই ফোন গরম হয়।                                                       

সেক্ষেত্রে প্রথমত মাথায় রাখতে হꦬবে গেম খেলার সময় অন্য কোনও অ্য়াপ যেন ব্যাকগ্রাউন্ডে না চলে।                                                       

এর ফলে প্রসেসরে🦂র উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ফোন গরম হয়। দ্বিতীয়ত, কখনও ফোন চার্জিংয়ের সময় গেম খেলবেন না।                                                       

এতে ব্যাটারির তাপমাত্রা বাড়তে শুরু করলে ফোন গর💦ম꧑ হওয়ার সম্ভাবনা থাকে এবং যার ফলে বড় বিপদও হতে পারে।                                                       

মোবাইলে গেম খেলার সময় এই দুটি বিষয় মাথায় রাখলে ফোনের হিটিং ইস্যুর সমস্যা থেকে সমাধান সম্ভব🌄।                                                       

তবে ফোনের কনফিগারেশন বদল করা সম্ভব হয় না।ღ সেক্ষেত্রে ফোন বদল করাই ভাল উপায়।