31 October 2023

ভারতেও কি Facebook ও Insta করতে টাকা লাগবে?

জল্পনা চলছি অনেক দিন ধরেই। এবার সেই অনুযায়🌠ী কাজও শুরু করে দিল Meta। এখন থেকে Facebook এবং Instagram ব্যবহার করতে ইউজ়ারদের টাকা খরচ করতে হবে। প্রতি মাসেই লাগবে সাবস্ক্রিপশনের খরচা।

মার্ক জ়াকারবার্গের সংস্থা Metaর তরফ থেকে নিশ্চিত ব🥀ার্তা দিয়ে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিউয়নের দেশগুলিতে Instagram এবং Facebook ব্যবহারকারীদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের নতুন আইনক♚ে মান্যতা দিতেই সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসছে মেটা। নতুন নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ফেসবুক ও 💖ইনস্টা তার ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাতে পারবে না।

তবে ভারতীয়দের এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। প্রসঙ্গত,🍎 মেটা আগেই জানিয়েছিল ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানো তাদের ব্যবসার বৃদ্ধির পক্ষে সহায়ক।

কিন্তু সেই বিজ্ঞাপন দেখানোই বেশ কয়েকটি দেশে বন্ধ হওয়ার পথে। এই মুহূর্তে পাঁচটি দেশে ফেসবুক ও ইনস্টা ব্যবহারক🤡ারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন না এবং তার জন্য তাঁদের একটা মাসিক খরচ বহন করতে 🍃হবে।

সেই সব দেশের মানুষজনকে ফেসবুক ও ইনস্টা ব্যবহার করতে ওয়েব থেকে প্রতি মাসে EUR 9.99 (880 টাকা প্রায়)♓ খরচ করতে হবে। মোবাইল থেকে লগইন করলে সেইꦜ খরচটাই হবে EUR 12.99 (1,145 টাকা প্রায়)।

মেটা জানিয়েছে, ফ্রি-তে যাঁরা ফেসবুক ও ইন♓স্টাগ্রাম ব্যবহার ক🍷রবেন, তাঁরা আগের মতোই বিজ্ঞাপন দেখতে পাবেন। অর্থাৎ খরচের বিষয়টিও ব্যবহারকারীদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।

অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক ও সুইৎজ়ারল্যান্ডে এ♋ই সাবস্ক্রিপশন প্ল্যানগুলি চালু করা হবে প্রাথমিক ভাবে। ভারতে এখনই এই সব প্ল্যান নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই মেটার।