4  March 2024

ফেসবুক মেসেঞ্জারে এই মেসেজ পেয়েছেন?

credit: istock

TV9 Bangla

এক প্রকার ফিশিং স্ক্যাম꧒ চালানো হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। আর তা খুলে ফেললেই নেমে আসবে বিপদ।                                                  

কী লেখা থাকছে সে꧋ই মেসেজে? 🐈আপনার ফোনে পেয়েছেন নাকি এমন কোনও মেসেজ?                                                  

মেসেজটায় লেখা হচ্ছে, “লুক হোয়াট আই ফাউন্ড”। অ𝐆র্থাৎ “দেখ আমি কী পেয়েছি”।                                                  

বিশেষজ্ঞরা বলছেন, মেসেজটি সামান্য হলে𒐪 কী হবে, ইউজারদের বড়সড় ক্ষতি হতে পারে।                                                   

মেসেঞ্জারে “লুক হোয়🌠াট আই ফাউন্ড” টেক্সট মেসেজের সঙ্গে পাঠানো হচ্ছে গ꧅ুচ্ছের ইমোজিও।                                                  

লিঙ্কে ক্লিক করলে ইউজারদের নিয়ে যাওয়া হচ্ছে একটি ওয়েবপেজে। সেই ওয়েবপেজে লগইন 𒈔করলেই হ্যাক হবে𓃲 আপনার ফেসবুক।                                                  

তবে এই স্ক্যাম আজকের নয়, অনেক দিনের পুর﷽🍸নো। জালিয়াতরা নতুন ভাবে আপনার কাছে তা হাজির করছে।                                                  

তাই, সতরꦐ্ক থাকুন, সজাগ হন। এই ধরনের কোনও ফাঁদে পা দিয়ে প্রলুব্ধ হতে যাব𒀰েন না।