9 November 2023

সিম 4G-তে আপগ্রেড করলেই 4GB ডেটা ফ্রি

BSNL তাদের গ্রাহকদের জন্য দীপাবলি উপলক্ষ্যে একটি বিশেষ অফার ঘোষণা করেছে। এতে ব্যবহারকারীরা 4G-তে তাদের সিম আপগ🍌্রেড করতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা যদি তাদের 2G 🎃এবং 3G সিম 4G-তে আপগ্রেড করে, তাহলে তারা পেয়ে যাবে বিনাম🌱ূল্যে 4 জিবি ডেটা।

এই অতিরিক্ত 4 জিবি ডেটার জন্য 3 মাসের ভ্যালিডিটিও অফার করা হচ্ছে। অর্থাৎ এই অতিরি💯🎉ক্ত ডেটা 3 মাস ব্যবহার করতে পারবেন।

এবার প্রশ্ন হল কীভাবে 2G এবং 3G সি🌺ম বদ🌠লে BSNL 4G সিম নেবেন? BSNL জানিয়েছে যে, নিকটস্থ গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে গ্রাহকেরা সিম আপগ্রেড করতে পারবেন।

তবে সিম আপগ্রেড করার আগে আপনাকে সিমের ধরন জ𓆉ানতে ‘SIM’ লিখে 54040 নম্বরে পাঠাতে হবে। এটাই প্রথমে করতে হবে।ꩵ

যদি তার উত্তরে 3G লেখা থাকে, তাহলেই আপনি বিনামূল্যে সিমটি 4G-তে আপগ্র🐭েড করতে পারবেন। হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে এই আপগ্রেড করে নিন।

আইটি এবং টেলিকম মন্ত্♏রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দীপাবলির পরে BSNL-র 4G নেটও♓য়ার্ক রোলআউট করা হবে।

তবে আশা করা যাচ্ছে, আগামী এক বছরের মধ♑্যে সারা দেশে 4G পরিষেবা পাওয়া যাবে। আর তার জন্যই আগে থেকে এই আয়োজন।