20 January 2024

এভাবেই এড়িয়ে যান WhatsApp-এর স্প্যাম কল

credit: istock

TV9 Bangla

সারাদিনে বেশ কয়েকবার WhatsApp-এ স্প্যাম কল পান। কিন্তু কতই বা আর ব্লক করবেন। তার জন্য রইল🍨 ⛎একটি উপায়।

আপনি চ🌠াইলেই WhatsApp-এ ভুয়ো এবং স্প্যাম কল এড়িয়ে যেতে পারবেন। তার জন্য আপনাকে কয়েকটি সেটিংস পাল্টে ফেলতে হবে।

প্রথমে সেটিংসে জন, তারপর সেখান থেকে "প্রাইভেসি" অপশনে ক্লিক করুন। এবার প𝄹্রোফাইলের ছবি সক🅠লকে না দেখানোর জন্য "Everyone" অপশন পাবেন।

সেই Everyone অপশনটি সরিয়ে কেবলমাত্র “মাই কন্টাক্টস” অপশনটি বেছে নিন। লাস্ট সিন এবং অনল𒁃াইন শো অপশনগুলি নিয়ন্ত্রণ করুন।

সবার সঙ্গে অনলাইন স্ট্যাটাস শেয়ার করবেন না। শুধুমাত্র পরিচিত মানুষ অর্থাৎ যাদের আপনি চান, তাদের সঙ্গে নিজের স্ট্যဣাটাস শেয়ার করুন।

সর্বদা সন্দেহজনক এবং বড় গ্রুপে যোগদান করা এড়িয়ে চলুন। কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার আগে নিশ্চিত করবেন যেꦅ🤡 সেই গ্রুপটি বিশ্বস্ত কি না।

অনলাইনে বা পাবলিক প্ল্যাটফর্মে নিজের ফꦦোন নম্বর শেয়ার করার সময় সতর্ক থাকুন। অচেনা ফোন নম্বর থেকে আꦏসা মেসেজগুলির উত্তর দেবেন না।

বিশেষ করে যদি সেই মেসেজে ব্যক্তিগত তথ্য এবং অর্থের জন্য ⭕সংবেদনশীল তথ্🐼য জানতে চাওয়া হয়। সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন।