13 January 2024

বিরাটের আরসিবিকে হারিয়ে দুর༺ন্ত জয় ভুবির, কোন ম্যাচে ꦜজানেন?

Credit -  X

TV9 Bangla

মকরসংক্রান্তির আগের দিন লহরী পালন করা হয়। আর এই উপলক্ষ্যে আমেদাবাদে আইপিএল টিমগুলোর মধ্যে হল ঘুড𒊎়ি ওড়ানোর প্রতিযোগিতা।

সবরমতী নদীর পাড়ে আইপিএলের ১০টি টি♉মের মধ্যে অনুষ্ঠিত হল ♔ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। কলকাতার ময়দানে এমন প্রতিযোগিতা আগে বেশ জনপ্রিয় ছিল।

আমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে ৩৩তম আন্তর্জাতিক ঘুড়ি ফেস্টিভ্যাল। তার জন্য আমেদাবাদে সাজো সাজো রব। সেখানেই অনুষ্ঠিত হল আইপ๊িএল দ🔯লগুলোর ঘুড়ি প্রতিযোগিতা।

চেন্নাই সুপার কিংস, আরসিবি, কেকেআরের মতো আইপিএল দলগু๊লো আমেদাবাদের সেই কাইট ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। 

আমেদাবাদের একাধিক বাড়ির ছাদও এই মকরসংক্রা🐲ন্তিতে ঘুড়ি ওড়ানোর জন্য ভাড়া দেওয়া হয়। ঘুড়ির সঙ্গে আমেদাবাদ বাসীদের একটা আলাদাই প্রেম রয়েছে।

চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়🏅ান্স, রাজস্থান রয়্যালসের মতো দলগুলো এই ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 

সেই ঘুড়ির লড়াইয়ে শেষ অবধি ছিল আরসিবি ও হায়দরাবাদ।꧙ শেষ অবধি বিরাটের আরসিবিকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অরেঞ্জ আর্মি।

আইপিএল শুরু হতে এখনও মাস দু'য়েক♚ের মতো দেরি রয়েছে। তার আগে আরসিবিকে হারিয়ে দিল হায়দরাবাদ। এ বার দেখার ২২ গজের লড়াইয়ে দুই দল মুখোমুখি হলে কী হয়।