14 December 2023

১৬ ডিসেম্বরের আগেই শেষ করুন সব শুভ কাজ!

credit: Instagram

TV9 Bangla

জ্যোতিষশাস্ত্র মতে, ধনুরাশিত🐠ে সূর্যদেবের প্রবেশ হলেই সেদিন থেকে শ꧂ুরু হয় খরমাস। সামনেই শুরু হতে চলেছে খারমাস মাস।

এই মাসেই শুভকাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার মতে, আগামী ১৬ ডিসেম্বর থেকে শু﷽রু হবে এই বিশেষ মাস। চলবে ১♓৫ জানুয়ারি পর্যন্ত।

জ্যোতিষীদের মতে, সূর্য যখন বৃহস্পতির রাশিতে প🔜্রবেশ করে, তখন সূর্যের গতি হ্রাস পায়।  এই কারণেই এই সময়ে কোনও শুভ কাজ হয় না।

শাস্ত্রের তথ্য অনুসারে, খরমাসের সময় বৃহꦍস্পতির শক্তিও দুর্বল হয়ে পড়ে এবং শুভ কাজের সময় সূর্য ও বৃহস্পতি উভয়েরই শুভ অবস্থানে থাকা প্রয়োজন।

খরমাসের সময় বিবাহ, এনগেজমেন্ট বা বিবাহ সংক্রান্ত যে কোনও কাজ সম্পন্ন 𒊎করা নিষিদ্ধ। বৈবাহিꦰক জীবনে কখনও সুখ বহন করে না।

মনে কর💯া হয়, এই সময় নিয়ম মানা না হয়, তাহলে দম্পꩵতিদের মধ্যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

 এই সময় নতুন বাড়িতে প্💖রবেশ করা বা গৃহপ্রবেশের মত শুভকাজ করা উচিত নয়। ঘরের কোনও শুভকাজ করলে তা বাস্তুদোষ  হয়ে থাকে।

সূর্য প্রতিটি রাশিতে প্রায় এক মꦫাস অবস্থান করে। কিন্তু ধনু রাশিতে প্রবেশের পর সূর্যের গতি কমে যায়, তাই এই মাস 😼খরমাস নামে পরিচিত।