13 December 2023

ইউরেনাসে বরফের পাহাড়!

credit: Instagram

TV9 Bangla

বরফ গ্রহ ইউরেনাসের ব্যাসার্ধ 25,362 কিমি। ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস 216 ডিগ্রি সেলসিয়াস থাকে। সূর্যকে এক বৃত্তা✱কার করতে 84 বছর সময় লাগে।

মহাজাগতিক যে কোনও কিছুই স্পষ্ট দেখার ইচ্ছে কার-ই বা না থাকে। আর সেই ইচ্ছেই পূরণ করে ন্যাশনাল অ্যারোনℱটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রে♏শন (NASA)।

ইউরেনাসের একট♎ি সুন্দর ছবি JWST-এর Webb Near-Infrared Camer꧃a (NIRCam) দিয়ে তোলা হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। 

এর আগে হাবল, ভয়েজার-2 এবং কেক অবজারভেটরি ইউরেনাসের ছবি তুলেছিল𒆙। এই গ্রহের সৌন্দর্যেই ফুটে উঠেছে নীল রং, সাদা রং এবং তার উপর আবছা-চকচকে রিং। 

যে অংশ সূর্যের দিকে রয়েছে, তা মুক্তোর মতো জ্বলছে। ইউরেনাসে𝐆র মেরুতে একটি ভিন্ন আভা দেখা গিয়েছে। এর পৃষ্ঠ🌌ে জল, মিথেন এবং অ্যামোনিয়া রয়েছে।

ওয়েবের ছবিতে ইউরেনাসের 13টি বলয়ের মধ্যে 1🌼1টি দেখা যাচ্ছে। বরফ গ্রহ ইউরেনাসের ছবি সামনে আসতেই বিজ্ঞানীরাও অবাক হয়েছেন।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, JWST মাত্র 12 ম🍌িনিটের জন্য ইউরেনাসের দিকে ঘুরেছিল। আর তখনই এই দুꦫর্দান্ত সব ছবি এসেছে।

আরও কিছুক্ষণ থাকলে অনেক দৃশ্য দেখা সম্ভব হত। তবে এই ছবির ভিত্তিতে বর্তমানে🍒 ইউরেনাস নিয়ে বিশদ গবেষণা করছেন বিজ্ঞানীরা।