13 December 2023

পৃথিবীর সমস্ত মহাসাগর বিপদে!

credit: Instagram

TV9 Bangla

প্রতি বছর কত প্লাস্টিক বর্জ্য সাগরে ফেলা হয়, তার কোনও হিসেব আছে? প্লাস্টিকের বোতল, প♈লিথিন, অপচনশীল আবর্জনা দিনের পর দিন সাগরে গিয়ে জমা হচ্ছে।

আর তার প্রভাব কার উপর পড়ছে? সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের উপর পড়ছে। সোজা কဣথায় সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বেশিরভাগ মানুষই খাদ্যের জন্য সমুদ্রে💝র উপর নির্ভরশীল। বিশ্বের এক বিলিয়নেরও বেশি মানুষের কাছে প্রোটিনের একটি প্রধান উৎস সমুদ্র।

গত 70 বছরে প্লাস্টিকের চౠাহিদা ব্য🔴াপকভাবে বেড়েছে। প্রতি বছর বিশ্বে 300 মিলিয়ন বা 300 মিলিয়ন টনের বেশি প্লাস্টিক তৈরি হচ্ছে।

এই প্লাস্টিকের অর্ধেক ব্যবহার করা হয় অপচনশীল আইটেমগুলির জন্য অর্থাৎ একবা𓃲র ব্যবহারের পর ফেলে দেওয়া হয়।

ফলে প্রতি বছর 80 লাখ থেকে 10 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে যায়। কিন্তু তাতেও কোন রোধ করা যাচ্ছে না প্লাস্টিক ব্যবহার? চ𒆙েষ্টা ছাড়লে হবে না।

 মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের 70 শতাংশ জুড়ে। মহাসাগর ꦅপৃথিবীর অক্সিজেনের অর্ধেক উৎপন্ন করে। এটি পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্যের আবাসস্থল।

আর যাকে ছাড়া মানুষ নিরুপায়, দেখতে না পেলেও তার অনেক কিছু হারিয়ে য💜াচ্ছে। সমুদꦺ্রের 90 শতাংশ মাছ ইতিমধ্য়েই শেষের দিকে।