15 December 2023

বৈদ্যুতিক শকেই ফলবে ফসল!

credit: Instagram

TV9 Bangla

এক অসাধ্য সাধন করেছেন বিজ্ঞানীরা। শুনেই চমকে গেলেন তো? আদতেই এমনটা হচ্ছে। তবে এই পদ্ধতিটি এখনও বড় পরিসর♒ে ব্যবহৃত হচ্ছে না।

আশা করা হচ্ছে, শীঘ্রই সারা বিশ্বের কৃষকরা পরিবেশের রক্ষা করতে আর উৎপাদন বাড়িয়ে তুলতে এই পদ্ধ💛তি ব্যবহার করা শুরু করওবে।

এই পদ্ধতি আয় বাড়াতেও সাহায্য করবে। বিজ🥂্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছেন ‘বৈদ্যুতিক বাগান’ বা ‘বৈদ্যুতিক চাষ’। কী এই বৈদ্যুতিক বাগান?

এটি এক𒉰টি নতুন ধরনের কৃষি কৌশল, যা নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা-নিরীܫক্ষা চালিয়ে চলেছেন। বিভিন্ন দেশের গবেষকরা পরিবেশকে রক্ষা এমন বাগান তৈরি করছেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্ল্যান্ট মরফোজেনেসিস ল্যাবরেটরিতে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেখানে বীজ থেকে 🎉যে কোনও ফসল বেড়ে উঠছে খুব🌜 সহজেই।

তাও আবার বৈদ্যুতিক শক 🥀ব্যবহার করে। তারা বাঁধাকপি চাষ করেছেন। আর সেই পুরো༒ পদ্ধতিতে লক্ষ্য করেছেন যে, ফসলের কোনওরকম ক্ষতি হচ্ছে না।

বিভিন্ন কিউব তৈর🀅ি করা হয়েছে। আর তাতেই বৈদ্যুত🥂িক শকের ছোটো ছোটো ডোজ় দেওয়া হচ্ছে। আর তাতেই দ্রুত ফলছে ফসল।

বৈদ্যুতিক চাষের সবচেয়ে আকর্♛ষণীয় 🦩দিক হল ফসলের ফলন বাড়ানো। ফলন বাড়ানোর ক্ষমতা বাড়িয়ে দেওয়া। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে ফলন 20 থেকে 75 শতাংশ বৃদ্ধি করা হয়েছে।