জীবন বদলে দেবে Jio-র এই 5 ডিভাইস ও পরিকল্পনা

30 August 2023

সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত হয়ে গেল Reliance এর 46তম বার্ষিক সাধারণ সম্মেলন। সেখানেই𓆉 একাধিক নতুন প্রোডাক্টের ঘোষণা করলেন মুকেশ আম্বানি ও আকাশ আম্বানি।

আগামী আর কয়েক মাসে♛র মধ্যেই নতুন Jio প্রোডাক্টগুলি বাজারে হাজির হয়ে যাবে। তালিকায় কোন কোন ডিভাইস রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

প্রথম প্রোডাক্টটি হল Jio AirFi♎🐠ber। ছোট্ট ডিভাইসটিকে আপনার বাড়িতে Wi-Fi হটস্পট হিসেবে কাজে লাগাতে পারেন, যা দ্রুত গতির 5G ইন্টারনেট দেবে।

19 সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে Jio AirFib𝕴er ওয়াই-ফাই হটস্পট ডিভাইসটি। তারপর থেকেই এটিকে আপনার বাড়িতে রেখে দুরন্ত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। 

তালিকায় তার ঠিক পরেই রয়েছে Jio Smart Home সার্ভিসেস। আপনার বাড়ির বিভিন্ন রেঞ্জের ডিভাইস একটাই মাত্র অ্যাপের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। আপন⭕ার ডিজিটাল জীবন আরও সহজ করে দেবে এই নতুন Jio পরিষেবা।

নতুন একটি Jio Set-Top বক্সও নিয়ে এসেছে সꦜংস্থাটি। এই ডিভাইসটি অ্যাপের দ্বারা অ্যাক্সেস করা যাবে এবং ফোনটিকে গেমপ্যাড হিসেবে ꧅ব্যবহার করা যাবে।

আর একটি চমৎকার পরিষেবার ঘোষণা করেছে Reliance Jio, যার নাম Jio True 5G Lab। এই ফেসিলিটি ডিজ়াইন করা হয়েছে ইন্ডাস্ট্রির ট্রান্সফর্মেশন অ্যাক্সিলারেট করার জন্য। যা ꦚসম্ভব একমাত্র Jio True 5G-র সাহায্যে।

Jio True5G ডেভেলপার প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ়গুলিকে একটা নিয়ন্ত্রণভার এবং বিকল্প দ✃েবে চাহিদা অনুযায়ী নেটওয়ার্ক স্লাইসগুলি অ্যাক্টিভেট কর൩ার। পাশাপাশি Jio-র মাল্টি-অ্যাক্সেস এজ-কম্পিউট লোকেশন ব্যবহার করে অ্যাপ্লিকেশন ডেপ্লয়ও করা যাবে।

এই এত্তসব প্রℱোডাক্টের উপরে ভর করে ভারতবাসীর ডিজিটাল জীবনযাত্রা বদলে দিতে চলেছে Reliance Jio। বার্ষিক সাধারণ সম্মেলন থেকে এমনটাই জানিয়েছেন মুকেশ আম্বানি ও তাঁর পুত্র আকাশ আম্বানি।