30 July 2024

এক পয়সাও খরচা না করে বানান ম্যাজিক ওয়াটার, চুল হবে হবে 🌼ঘন, কালো, মসৃণ

credit: google

TV9 Bangla

চুলের সমস্যায় জেরবার জীবন। চুলের ফাঁক দিয়ে উঁকি মারছে টাক। চি♍রুনি চালালেই হল, গোছা গোছা চুল উঠে আসছে এক🧜েক বারে।

ღশ্যাম্পু, কন্ডিশনারেও মিলছܫে না স্বস্তি? ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান। হবে না বাড়তি কোনও খরচও। প্রয়োজন শুধু চাল ধোয়া জলের।

অল্প চাল ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার ধোয়🌄া চালের মধ্যে আরও খানিকটা জল ঢেলে নিন। ১০-১৫ মিনিট ঢেকে রাখুন।

এ বার হাত দিয়ে চাল আরও ভাল করে ধুয়ে নিন। ꩵদেখবেন জল আরও ঘোলা হয়ে যাবে। এ বার  সেই জল পাত্রে ছেঁ♛কে নিন।

ব্যস এই ম্যাজিক জলেই হবে মুশকিল আসান। এই চাল ধোয়া জল দিয়েই ফিরবে চুলের জেল্লা। কিন্তু, কী ভাবে চুলে ব্যবহার করবেন চাল ধোয়া জল💃?

চুলে শ্যাম্𒊎পু এবং কন্ডিশনার মাখার পর শেষ বা♕র চুল ধুতে ব্যবহার করুন এই চাল ধোয়া জল। 

এক কাপ চাল ধোয়া জলে এক কাপ জল, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। এই জলটা চুলে ঢেলে ধীরে ধীরে গোড়া থেকে আগা পর্যন্ত মাসাজ করুন। পাঁচ মিনিট পর পরি✤ষ্কার জলে ধুয়ে ফেলুন। 

শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবেও মাথায় চাল ধোয়া জল ব্যবহার করে দেখতে পারেন। চাল𒀰 ধোয়া জলে চুল হয়ে উঠবে মসৃণ, চুলের জটও কেটে যাবে।