06 February 2024

ভারী মেকআপ তুলুন ১ ফোঁটা তেল দিয়ে

credit: istock

TV9 Bangla

ধৈর্যের সঙ্গে মেকআপ করতে হয়। একটু এদিক-ওদিক হলেই আপনার সম্পূর্ণ লুক নষ্✱ট হয়ে যেতে পারে। তাই সচেতন থা🧸কতেই হয়।

যে পরিমাণ ধৈর্যের সঙ্গে আপনি মেকআপ করেন, একইভাবে মেকআপ তোলাও জরুরি। মেকআ꧅প পরিষ্কার না করলেই বিপদ।

মেকআপ না পরিষ্কার করলে ত্বকের সমস্যা বাড়ে। ✨রোমকূপে মেকআপ জমে ব্রণ, হোয়াইটহেডস, র‍্যাশের সমস্যা বাড়তে থাকে।

বাজারচলতি মেকআপ রিমুভার ব্যবহার করে আপনি মুখ পরিষ্কার করতে পারেন। কিন্তু রꩲিমুভার না থাকলে🐽 কী দিয়ে মেকআপ তুলবেন?

মেকআপ রিমুভার হিসেবে আমন্ডের তেল ব্যব꧂হার করুন। আমন্🎃ড অয়েল ওয়াটারপ্রুফ মেকআপও ত্বক থেকে পরিষ্কার করে দেবে।

হালকা হোক বা ভারী, যে কোনও মেকআপ তুলতে এই তেল কার্꧂যকর। আমন্ড অয়েল মেকআপ তোলার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায়💛 রাখে।

১ চামচ আমন্ড অয়েলের সঙ্গে ১/২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মেকআপ ভর্তি মুখে ꦺমেখে নিন এবং মালিশꦜ করুন।

এবার ꦿভিজে কাপড় বা ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। শেষে ফেসওয়াশ দিয়ে মুখ💖 ধুয়ে নিন। এতেই মেকআপ পরিষ্কার হয়ে যাবে।