24 July 2024

দুই উপাদানে পালাবে ব্রণ, চকচকে হবে মুখ

credit: istock

TV9 Bangla

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ꦯএর জের💃ে ত্বকের সমস্যা বাড়ে। বিশেষত, ত্বকের টেক্সচার পরিবর্তন হয়ে যায়।

বর্ষাকালে ♐ত্বকে অ্যালার্জি, শুষ্কভাব, ব্রণর মতো নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা থেকে মুক্তি দিতে নিম আর অ্যালোভের♔া।

নিম ও অ্যালোভেরা ত্বককে জীﷺ🤡বাণু ও দূষণের হাত থেকে সুরক্ষিত রাখে। ত্বকের একাধিক সমস্যা কমাতে সহায়ক এই দুই উপাদান।

নিম ও অ্যালোভেরার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়💝াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বককে সারাবছর পরিষ্কার রাখে। 

নিম ও অ্যালোভেরার যুগলবন্দি ত্বককে অত্যধিক তেল নিঃ🌳সরণ নিয়ন্ত্রণ করে। এর জেরে ব্রণর সমস্যা এ💦ড়ানো যায়। প্রদাহও কমে।

অ্যাওলোভেরার মধ্যে জলের ঘনত্ব রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপ𝓡ূর্ণ এই উপাদান ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজড রাখে।

ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে নিম ও অ্যালোভেরা। এটি ত্বককে এক্সফোলিয়েটও করে। ত্বকের হাজারো 𒁃সমস্যার সমাধান করে।

নিমের তেল বা নিম পাতা বাটার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের উপর লাগাꦬন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।