01 Sep  2024

এইসব লক্ষণ দেখলেই আগে নিজের চশমা বদলান

credit: google

TV9 Bangla

আপনার হয়তো একটি চশমা রয়েছে। কিন্তু চশমার পাওয়ার হয়তো খুবই কম। তাই আর নিয়মিত চখ দেখাতেও জান না। বা দেখতে অল্প  সমস্যা হলেও তা এড়িয়ে যান অন🎉েকে।

এই অভ্যাস কিন্তু মোটে ভাল নয়। চশমা না ভাঙলে তা পরিবর্তন করব না এমন স্বভাব রয়েছে অনেকের। তবে এতে আখেড়ে বাড়ছে আপ🦩নার ক্ষতি।

তাই সময় থাকতেই সাবধান হন। চোখের ক্ষতির হাত থেকে বাঁচতে হলে সময় মতো চশমা বদলানো জরুরি। কোন লক্🅺ষণ দেখলেই আগে সাবধান হবেন?  

নিয়মিত মাথা যন্ত্রণা ভাল লক্ষণ নয়। অথচ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। এমনটা হলে সাবধান। হয়তো চোখের পাওয়ারে পরিবর্তন হয়েছে। দ্রুত চিকিৎ🅘সকের পরামর্শ 🧜নিন।

যে কোনও কাজ করতে কর♓তে বার বার চোখের পলক পড়ে যাচ্ছে? বারবার চোখের পলক প𓆉ড়লে চোখের উপর চাপ পড়ে। এ ক্ষেত্রে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করান। চশমা বদলাতে হতে পারে।

বই পড়ুন বা বেশিক্ষণ কম্পিউটারের সাꦇমনে বসে কা🔜জ করুন। সবেতেই কি চোখ ক্লান্ত লাগে। চোখে ব্যথা করে। তার মানে আপনার নতুন চশমা প্রয়োজন।

অনেক সময় হয়তো দেখলেন আস্তে আস্তে আপনার চোখের দৃষ্টি কমে 🏅আসছে। চশমা পর꧒েও চোখে ঝাপসা দেখছেন। তার মানে পাওয়ার বদলেছে। চশমা বদলানোর সময় হয়েছে।

চোখ ঘোরালে কোনও জিনিস দুটো করে দেখছেন। চিকিৎসা পরিভাষায়ঁকে বলে 'ডাবল ভিশন'। এ ক্ষেত্রেও বুঝতে হবে চশমা বদল📖ানোর সময় এসেছে।