27 January 2024

রুম হিটার ছাড়াই ঘর গরম করবেন যে ভাবে

credit: Pinterest

TV9 Bangla

এক কথায় জাঁকিয়ে পড়েছে শীত। ক্রমশ নিম্নমুখী তাপমাত্রায় পারদ। কনকনে ঠান্ডাꦅ থেকে বাঁচকে বাঙালির সঙ্গী এখন লেপ-কম্বল।

কিন্তু ঘরের ভিতর যদি ঠান্ডা হয় তাহেল লেপে কি ঠান্ডা হার মানবে?💞 আর সবার পক্ষে ঘরে রুম হিটার ব্যবহার করা সম্ভব হয় না। তাহলে উপꦯায় কী?

উপায় অবশ্যই রয়েছে। যা মানলে রুম হিটার ছাড়াই ঘর গরম করতে ▨পারবেন। জেনে নিন তার জন্য কী করতে হবে শুধু।

শীতের দিনে যতটা পারবেন দরজা, জানালা বন্ধ রাখার চেষ্টা করুন। এতে ঘরে ঠান্ডা হাওয়া ঢুকতে পারবে না। ফলে ঘ🍰র থাকবে গরম।

তবে সারাক্ষণ দরজা, জা♒নালা বন্ধ করে রাখলেও চলবে না। দুপুরে যখন কড়া রোদ বাইরে। ত💃খন দরজা-জানালা খুলে রাখার চেষ্টা করুন। তাহলে ঘরে রোদ প্রবেশ করবে।

এ ছাড়া শীতের দিনে ঘরে মোটা পর্দা ব্যবহার করার চেষ্টা করুন। পর্দা মোটা হলে বাইরের ঠান্ডা খুব একটা ঘরে প্রবেশ করতে পারবে না। ফলে ঘর ঠান্ডা হওয়ার🔯 ঝুঁকি থাকবে না।

শীতের দিনে ঘরে অবশ🌸্যই মোটা কার্পেট ব্যবহার করুন। তাতে পায়ে ঠান্ডা লাগার কোনও ঝুঁকি থাকবে না। এই সময় পারলে পুরো বাড়িতে কার্পেট বিছিয়ে রাখুন। তাতে কাজ হবে।

এ ছাড়া শীতকালে সারাক্ষণ আলো জ্বালিয়ে রাখতে পারেন। তাতে ঘর গরম থাক🉐বে। যেহেতু জানালা-দরজা বন🎃্ধ থাকে তাই এইসময় ঘরে আলো জ্বালানোর প্রয়োজন হয়ে থাকে। আর এতে ঘরও গরম থাকে।