31 August 2024

ফোন হ্যাক হয়েছে? বুঝবেন যে উপায়ে

credit: istock

TV9 Bangla

ইন্টারনেটের যুগে মানুষকে ঠকানো আরও সহজ হয়ে উঠেছে। হ্যাকাররা বিভিনไ্ন উপায় খুঁজে বের করছে, নতুন নতুন ফাঁদ পাতছে।

আজকাল মুঠোভর্তি ফোনেই গোটা দ💫ুনিয়া। তাই স্মার্টফোনকেই টার্গেট করা হচ্ছে। ম্যালওয়ার অ্যাপ ইনস্টল করে হ্যাক হচ্ছে ꦦফোন।

ডার্কগেট, ইমোটেট, লোকিবট—এমন বিভিন্🐭ন ধরনের ম্যালওয়ার রয়েছে, যার মাধ্যমে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে।

এই ম্যালওয়ারগুলো ব্যবহার করে হ্যাকররা আপনার ডেটা চুরি করছে আর আপনি জানতেও পারছে🐎 না। কিন্তু এটা প্রতিরোধ করবেন কীভাবে?

যদি আপনার ফোনে এমন কোনও অ্যাপ থাকে, যা আপনি ডাউনলোড করেননি, তাহলে তা দেখা🌸 মাত্র আনইনস্টল করু൲ন।

কোনও অ্যাপের অথেন্টিসিটি যাচাই না করে ইনস্টল করবেন না। এতে ফোন থেকে তথ্য চুরি হতে প🐼ারে এবং ড🦹িভাইসটি স্লো হয়ে যায়।

হ্যাকিংয়ের সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তাই ভ🦩য় পেয়ে ফোনটিকে রিসার্টဣ করবেন না। এতে বিপদ বাড়বে।

ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, বুঝবেন ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার চলছে। এতে আপনার অজান𝄹্তে ডেটা চুরি হচ্ছে।