17 January 2024

অনুষꦡ্ঠান বাড়ির মতো ক্রিসপি চিলি বেবিকর্ন বানান বাড়িতেই

credit: Pinterest

TV9 Bangla

জমিয়ে ঠাণ্ডা পড়েছে। আর এইসময় সন্ধ্যায় কফি বা চায়ের সঙ্গে একটু মুখোরচক𒀰 কিছু হলেꦿ মন্দ হয় না যাকে বলে।

সবসময় মুখোরচক কিছু মানেই যে মাছ-মাংস 🌄হতে হবে এমন নয়।  আজকജাল বেবিকর্ন খেতেও বেশ পছন্দ করেন অনেকেই।

যে কোনও অনুষ্ঠান বাড়ির স্টার্টারে জায়গা করে নিয়েছে এই বেবিকর্ন। শরীরের জন্যও উপকারী এই বেবিকর্ন। আপনিও কি বেবিকর্ন🍎 খেতে ভালোবাসেন?

তবে আর দ༒েরি না করে বাড়িতেই বানিয়ে নিন ক্রিসপি চিলি বেবিকর্ন। রইল রেসিপি। এই পদ বানাতে কী-কী লাগবে দেখে নিন।

এটি বানাতে লাগবে বেবিকর্ন, টমোটো সস, ময়দা, রসু💦ন কুচি, আদা বাটা, ভিনিগার, নুন, সাদা তেল। এ বার আসা যাক রেসিপিতে।

প্রথমেই বেবিকর্নগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এ🎃রপর তাতে নুন ও গোলমরিচ দিন। ভালো করে মেখে রেখে দিন।

জমিয়ে ঠাণ্ডা পড়েছে। আর এইসময় সন্ধ্যায় কফি বা চায়ের সঙ্গে এক♈টু মুখ🔯োরচক কিছু হলে মন্দ হয় না যাকে বলে।

এরপর কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে এই নুন ও গোলমরিচ মাখানো কর্🌼নগুলো ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলেই রস🙈ুন কুচি ও আদা কুচি দিন।

 সামান্য জল ও কর্নফ♑্লাওয়ার দিন। ভিনিগার ও টমেটো সস যোগ করুন। এরপর ভালো কর🍰ে কষিয়ে তাতে ভেজে রাখা কর্নগুলো দিয়ে টস করে নিলেই তৈরি আপনার  ক্রিসপি চিলি বেবিকর্ন।