20 January 2024

মাখনের মতো বডি পেতে মাস্ট যে সব স্ক্রাব

credit: Pinterest

TV9 Bangla

শীতে খসখস করছে গা-হাত পা? হবেই তো। কারণ এই সময় আবহাওয়ার ⭕কারণে ত্বকের বারোট বাজে। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন।

তার জন্য যে পার্লারে ছুটতে হবে ত🗹া নয়। ঘরোয়া উপায়েও যত্ন নিতে পারেন ত্বকের। আর ত্ব🐻কের যত্ন নিতে স্ক্রাবের প্রয়োজন।

মুখের পাশাপাশি গোটা শরীরে স্ক্রাব করা জ🥃রুরি তা জানেন কি? তাতে ত্বক পরিষ্কার হয়𓂃। পাশাপাশি মৃত কোষ অপসারিত হয়।

বাজার চলতি বডি স্ক্রাব ব্যবহার না করে বাড়িতেই বানিয়🎃ে নিন বডি স্ক্রাব। এর জন্য বেশি কিছু লাগবে না। জানুন কীভাবে বানাবেন।

একটি পাত্রে কফি নিন। এতে চিনি মেশান। সামান্য টোনার দিয়ে গ🔯ুলে নিন 🌺মিশ্রণটা। এ বার তা দিয়ে ভালো করে স্ক্রাব করে নিন। ফল পাবেন।

এ ছাড়া টকদই♎ দিয়েও স্ক্রাব করতে পারে﷽ন। একটি পাত্রে টকদই নিন। তাতে ওটসের গুঁড়ো মেশান। তা দিয়ে স্ক্রাব করে নিলেই কাজ শেষ।

তা ছাড়া টকদইয়ের সঙ্গে মধু ও বেসন মিশিয়ে মাখলেও কাজ হবে। এতে ত্বক পর🌺িষ্কার হবে ও শুষ্কতার সমস্যাও মিটবে।

এই ধরনের স্ক্রাব ব্যবহারের পর ভুলেও সাবান মাখবেন 𒁏না। তাতে হিতে বিপরীত হতে পারে। দু'দিন পর সাবান ব্যবহার করাই ভালো।