04 March, 2024

পয়সাও বাঁচিয়ে বাড়িতেই বানান ফেস স্ক্রাব

credit: Pinterest

TV9 Bangla

ত্বকের যত্নে এক্সফ্লয়েশনের গুরুত্ব অনেক। ত্বকের ট্যান মেটাতে ও ভিতর থেকে সুস্থ র💫াখতে সাহায্য করে এ𓂃ই পদ্ধতি।

তাই সপ্তাহে এক থেকে দু'দিন স্ক্রাব করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর জন্য যে বাজারচলতি স্ক্রাব🐻ের উপর ভরসা করতে হবে এমনটা নয়।

চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব। এই স্ক্রাব ব্যবহার করলে আরও ভাল ফল পেতে পারেন। জেনে নিন কীভাবে💜 বানাবেন এই স্ক্রাব।

কফি খুব ভাল স্ক্রাবের কাজ করে। এর জন্য একটি পাত্রে কফি পাউডার নিন। তাতে গরম জল দিন। প্যাকটি ভাল করে গুলে 🍸মুখে লাগিয়ে নিন।

এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন টকদই ও চিনি। একটি পাত্রে টক🦄দই নিন। তাতে চিনির গুঁড়ো মেশান।

মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই স্ক্রাব ব্যবহ🍷ার করলেই হবে।

এ ছাড়া ব্যবহার করতে পারেন মধু ও অ্যালꦦোভেরা স্ক্রাব। একটি পাত্রে অ্যালোভেরার নির্যাস নিন। তাতে কয়েক চামচ মধু মেশান।

এ বার মিশ্রণটি ভাল করে গুলে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে , পরিষ্কার জল দিয়ে ধ🧸ুয়ে ফেলুনܫ। কাজ হবে।