সাবান শেষ? চিন্তা নেই তাও বাসন হবে চকচকে

03 October 2023

বাসন মাজা বড় ঝক্কির কাজ। তবে তা বলে তো আর বাসন না মেজে রেখে দেওয়া যায় না বলুন। রোজের ব🌳াসন রোজ মেজে রাখতেই হয়

তবে বাসন মাজতে গিয়ে যদি দেখেন সাবান শেষ? তাহলে তো মাথায় হাত পড়বেই। তবে চিন্তার কোনও কারণ নেই। সাবান ছাড়াই মাজতে পারবেন বাসন।ꦛ রইল উপায়

সাবান শেষ হয়ে গেলে বেকিং সোডা দিয়ে বাসন মাজতে পারেন। তার জন্য বাসনে বেকিং সোডা ছড়িয়ে দিন। এরপর বাসন🎀 ঘষে নিন তাহলেই হব꧟ে

এছাড়া হাতের কাছে ভি🐎নিগার থাকলেও হবে। বাসনে একটু সাদা ভিনিগার ছড়িয়ে দিন। এবার স্পঞ্জ দিয়ে ঘষে নিলেই কাজ শেষ

লেবুর রসেও দারুণ পরিষ্কার হয় বাসনꦐ। হাতের কাছে বাসন মাজার সাবান না𝔍 থাকলে লেবু ঘষেও কাজ চালিয়ে নিতে পারেন

এতে শুধু বাসন পরিষ্কারই হয় না।𝄹 বাসন থেকে খাবারের বাজে গন্ধও দূর হয়। আর বাসন হয় ঝকঝকে ও চকচকে। তাই ব্যবহার করে দেখেতেই পারেন লেবু

টমেটো 🅘সস বা কেচাপ দিয়েও বাসন পরিষ্কার করতে পারেন। এতে বাসন দারুণ পরিষ্কার হয়। আর বাসনে কোনও দুর্গন্ধও থাকে না

এছাড়া তেঁতুল ঘষে বাসন মাজলেও 𒈔দারুণ ফল পাবেন। আগেকার দিনে এই তেঁতুল দিয়েই বাসন মাজা হত🃏। এতে বাসন দারুণ পরিষ্কার হয়