27 January 2024

ফ্রিজ পরিষ্কার করুন ১০ মিনিটে, রইল উপায়

credit: Pinterest

TV9 Bangla

দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস ফ্রিজ। এই যন্ত্র ছাড়া 💧যেন অচল হেঁশ🧔েল। রোজ ব্যবহারের ফলে  ময়লাও হয় এটি। অনেকের কাছেই এই ফ্রিজ পরিষ্কার করা ঝক্কির কাজ।

তবে সঠিক উপায় জানলে আর ঝক্কি মনে হবে না। আর ঘরো উপায়েই🤪 পরিষ্কার করে নিতে পারবেন ফ্রিজ। জেন🐠ে নিন তার জন্য কী করতে হবে।

ফ্রিজ পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে লেবু। এতে থাকা সাইট্রিক অ্যাসিড যে কোনও ধরনের দাগ তুলতে কাজ করে। ফ্রিজে অনেকসময়🅷 খাবার-দাবার পড়ে দাগ হয়ে যায়।

পাতিলেবু সেই দাগ তুলতে ভীষণভ🍒াবে সাহায্য করে থাকে। এ ক্ষেত্রে এক টুকরো লেবুর টুকরো দিয়ে দাগযুক্ত স্থান ঘষে নিতে পারেন। ফল পাবেন।

এ ছাড়া লেবুর সঙ্গে নুন মিশিয়েও ব্যবহার করতে পার𒆙েন। 🦋একটি পাত্রে নুন নুন। তাতে এক টুকরো লেবু ডুবিয়ে নিন। এরপর সেই লেবুর টুকরো দিয়ে ফ্রিজ পরিষ্কার করে নিন।

পাশাপাশি ব্যবহার করতে প🌟ারেন বেকিং সোডাও। এই সোডা ফ্রিজ পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে। এ ক্ষেত্রে গরম জলে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করতে হবে।

এর জন্য একটি পাত্রে গরম জল নিন। তাতে কয়েক চামচ বেকিং সোডা মেশান। এরপর সেই জলে একটি কাপড🙈় ডুবিয়ে তা দিয়ে ফ্রিজ পরিষ্কার করে নিন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগার। ফ্রিজ পরিষ্কার করার দুর্দান্ꦉত উপায় এটি। একটি শুকনো কাপড়ে ভিনিগার নিন। এরপর তা দিয়ে ভালো করে ফ্রিজ মুছে নিন। কাজ হবে।