03 March, 2024

আমলকির তেলেই বন্ধ হবে চুল পড়া

credit: Pinterest

TV9 Bangla

অতিরিক্ত চুল পড়ছে? কোনও মতেই ব⛦ন্ধ হচ্ছে না চুল পড়া? তাহলে সব ছেড়ে ভরসা রাখুন আমলকির তেলে।

চুলের জন্য ভীষণই উপকারী আমলকি। ফাইটো-নিউ🔜ট্রিয়েন্ট, ভিটামিন ও মিনারেলের মতো জরুরি প🦩ুষ্টি গুণ রয়েছে এতে।

 এই সব উপাদান স্ক্যাল্পে রক্ত সঞ্চাল🦩ন বাড়াতে সাহায্য করে।ফলে চুল মজবুত হয়। পাশাপা𓆉শি চুলের আর্দ্রতা বজায় থাকে।

🌃এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। চুলে আমলকির তেল লাগাতে পারেন। শ্যাম্পু করার আগে চুলে ভাল করে এই তেল মালিশ করে নꦓিন।

এ ছাড়া ব্যবহার কꦇরতে পারেন আমলকির রস। এই রস চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়া একেবারেই কমে যায়।

🎐আমলকি থেঁতো করে নিন। এ বার সেই রস স্ক্যাল্পে ও🗹 চুলের গোড়ায় লাগান। এতে স্ক্যাল্পে কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকবে না। এবং বন্ধ হবে চুল পড়াও।

এ ছাড়া আমলকি পাউডার জলে গুলে ব্যবহার করলেও কাজ হবে। একটি ♒পাত্রে হালকা গরম জল নিন। তাতে আমলকি পাউডার মিশিয়ে চুলে লাগিয়ে ন🥃িন।

চুলের অকালপক্কতা রোধ কর𓄧তেও সাহায্য করে আমলকি। এর জন্য গরম জলে আমলকি ফুটিয়♐ে নিন। এ বার জলটা ছেঁকে বোতলে ভরে ব্যবহার করুন।