04 March, 2024

লাগবে না লেজ়র থেরাপি, আঁচিল মেটান ঘরোয়া উপায়ে

credit: Pinterest

TV9 Bangla

আঁচিলের সমস্যা নতুন নয়। দেহের যেখানে-সেখানে গজিয়ে ওঠে🧔 আঁচিল, যা দেখতে অনেকসময় খারাপ দেখায়।

শরীরের 🌠এই অবাঞ্ছিত আঁচিল নিয়ে অনেকেই বিব্রত হয়ে পড়েন। জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?

আঁচিলের সমস্যা থেকে মুক্তি দেয় টি ট্রি অয়েল। আঁচিলযুক্ত স্থানে এই🐼♚ তেল লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।

এ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাক✃ে সাহায্য করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল। আঁচিলযুক্ত স্থানে এই ক্যাপসুলের নির্যাল লাগালে🌠 কাজ হবে।

একইভাবে 🧜আপেল🎐 সিডার ভিনিগার ব্যবহার করলেও কাজ হবে। তুলোর বলে আপেল সিডার ভিনিগার লাগিয়ে আঁচিলে লাগান। উপকার পাবেন।

অ্যালোভেরা জেল ব্যবহার ক🌱রতে পারেন। আঁচিলে অ্যালোভেরা জেল লাগান। দ্রুত সারবে আঁচিলের সমস্যা।

আরও 🦩ভাল ফল পেতে টকদইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল ও🌌 ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে ব্যবহার করুন।

এই সব উপায়ে যদি কাজ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর♋্শ নিন। দরকার পড়লে লেজ়র থেরাপি করাতে পারেন।