চুটকিতে সাফ হবে রান্নাঘর, রইল উপায়

25 September 2023

রান্নাঘর পরিষ্কার কার দরকার। কারণ ꦫনিয়মিত ব্যবহারের ফলে রান্নাঘর নোংরা হয়ে যায়। সেই সঙ্গেই চারিদিকে তেলচিটে হয়ে যায়। তাই পরিষ্কার করতেই হয়

অনেকের কাছেই রান্নাঘর পরিষ্কার করা মানে🦩 ঝক্কির কাজ। তবে সহজ উপায় আছে। যা মানলে তাড়াতাড়ি ও নামমাত্র উপাদান দিয়েই পরিষ্কার হয়ে যাবে হেঁশেল

রান্নাঘরের সিঙ্ক বা অন্য কোনও অংশ🀅 থেকে যদি আঁশটে গন্ধ বেরোয় তাহলে সেই জায়গায় লেবুর রস আর🅠 বরফ দিয়ে ঘষতে হবে। এছাড়াও, ভিনিগার জমিয়ে বরফ তৈরি করেও ব্যবহার করতে পারেন

বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে🔯 একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন। ভেজা কাপড় দিয়েও এটি মুছতে পারেন।

এছাড়া, আপনি চাইলে টুথ ব্রাশ দিয়েও ঘষে পরিষ্কার করত𒈔ে পারেন। ব্লিচের সঙ্গে জল মিশিয়ে𒁃 তা দিয়ে টাইলসে ঘষুন। ব্লিচ ব্যবহার করার সময় গ্লাভস অবশ্যই পরবেন। এর পরে শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন

দু⛄ই কাপ ভিনেগার এবং দুই কাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার এটি একটি স্প্রে বোতলে ভরে তা রান্নাঘরের টাইলসে ছিটিয়ে দিন। তারপরে মাইক্রো ফাইবার কাপড়ের সাহায্যে এটি পরিষ্কার করুন

এছাড়া ব্যবহার করতে পারেন লিক্যুইড সোপও♏। এতে তেলচিটে ভাব একেবারে দূর হবে। স্পঞ্জের মধ্য়ে লিকুইড সোপ নিয়ে তা দিয়ে টাইলস ও স্ল্যাব মুছে নিন

একই ভাব꧅ে টমেটো  বা তেঁতুলও ব্যবহার করতে পারেন। এতে ভাল পরিষ্কার হয়। সাদা ভিনিগারও ব্যবহার করে দেখতে পারেন একইভাবে। উপকার পাবেন