19 July 2024

বর্ষায় মশার কামড় থেকে বাঁচার ৫ উপায়

credit: istock

TV9 Bangla

বর্ষাকাল এলে​ই মশাদের উৎপাত বাড়ে। বর্ষারꦉ জমা জলই মশার আঁতুড় ঘর। এই মরশুম থেকে শুরু হয় ডেঙ্𒅌গির বাড়বাড়ন্ত।

ডেঙ্গির সম্ভাবনা এড়াতে൲ কোনও জায়গায় বা পরিত্যক্ত 💜পাত্রে জল জমতে দেবেন না। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরি𝔉য়া না হলেও র‍্যাশ, চুলক🎃ানি হবেই। এই মরশুমে নিজেকে ও পরিবারকে মশার কামড় থেকে বাঁচাবেন কীভাবে?

বাচ্চাদের সবসময় ফুল হাতা পোশাক পরিয়ে রাস্তায় বের করুন। পাশাপাশি হালকꩲা রঙের পোশাক ব্যবহার করুন। এতে মশার কামড় থ🔜েকে বাঁচবেন।

বাড়ির জানলা-দরজা সღবসময় বন্ধ রাখা যায় না। ঘরে যাতে মশা না ঢুকতে পারে তার জন্য জানলা-দরজায় কাপড়ের নেট বসিয়ে নিন।

রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমান। মশা তাড়ানোর ধূপ ব্যবহার করার বদলে মশারি টাঙিয়ে ঘুমান অনেক বেশি স✃ুরক্ষিত।

বাজারে মসকিউটো রিপেলেন্টের পাওয়া যায়। সেসব ꦑক্রিম বা স্প্রে ব্যবহার করতে পারেন। হাত-পায়ে অ্যালোভেরার তেলও মাখতে পারেন।

মশা তাড়াতে ঘরে গাছ বসান। পুদিনা, রোজমেরি, লেমনগ্রাস, ল্যাভেন্ডার, গাঁদা ফুলের গাছ বসান। এতে মশার উপ𓂃দ্রব কমবে।