27 January 2024

ব্রণ-প্রবণ ত্বকের জন্য যে সব উপাদান জরুরি

credit: istock

TV9 Bangla

ব্রণ-প্রবণ ত꧙্বকে সব ধরনের পণ্য ব্যবহার করা যায়। ভুল প্রসাধনী ব্যবহার করলেই মুখে প্রদাহ বাড়তে থাকে এবং꧅ ব্রণ পিছু ছাড়ে না।

ব্রণ-প্রবণ ত্বকেও ফেসওয়াশ, ময়েশ্চারাইজার প্রভৃতি ব্যবহার করতেই হয়। সেক্ষ♉েত্রে খুব বুঝেশুনে প্রসাধনী বেছে নিতে হয়।

ব্রণ-প্রবণ ত্বকের জন্য কোন-কোন পণ্য ভাল কাজ করে জেনে রাখা দরকার। এ🔯তে প্রসাধনী কেন▨ার সময় সহজেই যাচাই করে নিতে পারবেন।

ক্লিনজারে স্যালিসিলিক অ্যাসিড থ✤াকা আবশ্যিক। এটি বিটা-হাইড্রক্সি অ্যাসিড, যা সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণ করে।

সানস্ক্রিনে জরুরি গ্লাইকলিক অ্যাসিড। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের প্রদাহ⛄ কমা🤡তে সাহায্য করে।

টি ট্রি অয়েল যুক্ত প্রসাধনী ব্যবহার করলে ব্রণ ও ব্রেকআউটের সমস্যা কমবে। এই 🌺উপাদানের মধ্💃যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে।

ব্রণ-প্রবণ ত্বকের কমন সমস্যা ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস। এসব সমস্যা হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে স🎃ালফার যুক্ত প্রসাধনী বেছে নিন। 

ব্রণ-প্রবণ ত্বকের উপরও মৃত কোষের স্তূপ জমে। সেগুলো দূর করতে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন। এতেও ব্রণ♍ কমবে।