20July 2024

৩ উপায়ে গায়েব হবে কাঁসা-রুপোর বাসনের কালো ছোপ

credit: igoogle

TV9 Bangla

বাড়☂িতে লোকজন এলে বা কোনও💟 অনুষ্ঠান হলে সাধারণত আমরা কাঁসা এবং রুপোর  বাসন বার করি।

তবে নিয়মিত ব্যবহার না করায় কালো ছোপ পর🐷ে যায় সেই সব বাসনে! যা সহজে ওঠে না!

তবে ৩ উপায় মানলে কিন্তু সহজেই গায়ে𒊎ব হয়ে যাবে কাঁসা এবং রুপোর বাসনপত্রের দাগ।      

বেকিং সোডা আর লেবুর রসের মিশ্রণে ভিজিয়ে রেখে কাঁসা বা রুপোর বাসন ঘষে মাজলে সম�🐠�স্ত কালচে দাগছোপ উধাও হয়ে যাবে। 

বেকিং সোডা না থাকলে ময়দা আর ভিনিগারেও কাজ হবে। এক ❀কাপ সাদা ভিনিগারে এক চামচ নুন মেশান। তার পর তিন চামচ ময়দা দিয়ে মিশ্রণ তৈরি করুন। 

ওই মিশ্রণে কাঁসা বা রুপোর বাসনপত্রগুলি ১৫ মিনিটের মতো ভিজিয়ে রাখুন। তার পর জল থেকে তুলে শুকনো কাপড়ে ভাল করে মুছে নিলে কেল্ꦜলাফতে। 

পাত🅺িলেবুতে ভাল করে নুন মাখ༺িয়ে কাঁসার দ্রব্যে মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে তুলে নিন। 

রুপোর বাসন হলে এꦫকটি পাত্রে সোডা ঢেলে তাতে চার চা চামচ 🧸লেবুর রস মিশিয়ে বাসনগুলি ভিজিয়ে দিন। আধ ঘণ্টা পর মুছে নিন।