ব্যাটারি লাগিয়েও টিভির রিমোট কাজ করছে না?

4 October 2023

স্মার্ট টিভি এবং অনলাইন স্ট্রিমিংয়ের সংখ্যা বাড়লেও এౠখনও বহু টেলিভিশন রয়েছে যার সঙ্গে দেওয়া হয় ব্যাটারি যুকꦐ্ত একটি রিমোট।

আর সেটা দিয়েই আপনি টিভি অন/অফ করেন, সঙ্গে বাড়ানো-কমানো যায় টিভির ভলিউমও। কিন্তু হঠাত যদি সেই রিম🐟োট কাজ কর🌱া বন্ধ করে দেয়?

এমন সমস্যয় অনেকেই পড়তে হয়েছে। নতুন ব্যাটারি লাগানো সত্ত্ব💦েও রিমোট কাজ করতে চায় না। এমতাবস্থায় অনেকেই ভাবেন ব্যাটারিতে সম🍰স্যা।

কিন্তু সমস্যা লুকিয়ে অন্য কিছুতে। আপনাদের 🐭এমন কিছু কারণ জানানো ܫহবে, যার ফলে আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন।

এমনও হতে পারে ব্যাটারি ঠিক মতো ইনস্টল🔜 হয়নি। পজিটিভ (+) এবং নেগেটিভ (-) টার্🅺মিনালগুলি রিমোটের সঙ্গে মিলেছে কি না তা দেখে নিন।

অনেক সময় রিমোট অপরিষ্কার থাকলেও কাজ করতে চায় না। তাই রিমোটের বไ্যাটারিগুলি বের করে রিমোটের ভিতরটা দেখে নিন ভাল করে।

টিভির সামনে একটি রিমোট সেন্সর থাকে। এটি যদি অপরিষ্কার হয় তাহলেও সমস্যা হতে পারে। তাই সেটিকে পরিষ্কার রাখার ♊চেষ্টা করুন।🐷

একটানা অনেকক্ষণ টিভি চললেও রিমোটে সমস্যা দেখা দেয়🧔। ফলে সকেট থেকে টিভির প্লাগ খুলে নিন। 5 মিনিট অপেক্ষা করুন তারপর প্লাগ🧸-ইন করুন।