ফেসবুক-ইনস্টাগ্রামে এবার দিতে হবে টাকা

4 October 2023

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি🌃 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসౠবুক এবং ইনস্টাগ্রাম। এতদিন পর্যন্ত এই অ্যাপে কোনও টাকা খরচ করতে হত না।

সেই সেই সুবিধা কেড়ে নিচ্🌠ছে মেটা। এই অ্যাপ ব্যবহার করতে গেলে এবার টাকা দিতে 🌳হবে ইউজারদের। কিন্তু কেন তা জানেন?

এমনই পরিকল্পনা মার্ক জুকারবার্গ তথা টে𒐪ক সংস্থা মেটার। ফেসবুক এবং ইন্সটাগ্রামে কেন এত বেশি অ্যাড দেখানো হয়, এই অভিয𝔍োগ অনেকেরই।

বিজ্ঞাপনের জন্য এই দুই অ্🍬যাপ ব্যবহারই করা যায় না ไবলে অভিযোগ করেন বহু মানুষ। যখন তখন স্ক্রিনের ডান দিক, বাঁ দিকে অ্যাড চলে আসে।  

আর অপ্রয়োজনীয় সব বিজ্ঞাপনে বিরক্ত অধিকাংশ ব্যবহারকারী। কিন্তু ত💜া সম্পূর্ণরূপে বন্ধ করার ব্যবস্🍸থা নেই কোনও অ্যাপেই।

ফলে এক প্রকার বাধ্য হয়ে সেই বিজ্ঞাপন দেখেন ব্যবহারকারীরা। তবে সম্প্রতি এই সমস্যার সমাধান খুঁজে ꦰবের করেছে ফেসবুক।

ইউরোপিয়ান ইউজারদের কাছে মাসিক 10 থেকে 17 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1400 টাকা𓆉) সাবস্ক্রিপশন ꧟ফি বাবদ চার্জ করতে পারে সংস্থাটি।

এই টাকার বিনিময়🔯ে তাঁরা অ্যাড-ফ্রি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, যাঁরা এই ধরনের বিজ্ঞাপন দেখতে চান না তাদের টাকা খরচ করতে হবে।