ওয়াশিং মেশিনে দুর্গন্ধ তাড়ান এই উপায়ে

31 August 2023

বেশিরভাগ মানুষই কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ওয়াশিং মেশিন𝓀ে কাপড় ধোয়া কয়েক মিনিটের কাজ।

কিন্তু বর্ষা ওএলেই তাতে একটি সমস্যা দেখা দিতে শুরু করে। পরিষ্কার করা সত্ত্বেও দুর্গন্ধ আসতে থাকে।

এই সমস্যার সমাধান জানানো হবে আপনাকে। এ🀅তে 5 মিনিটে ওয়াশিং মেশিন পরি💙ষ্কার করতে পারবেন।

অনেক সময় ঘরের ওয়াশিং মেশিনে ধুলো-ময়লা জমে যায়। এমতাবস্থায় 𝄹মেশিনে কাপড় ধোয়ার পরেও পরিষ্কার হতে চায় না।

কখনও আবার দামি ডিটারজেন্ট ব্যবহার করার পরও মেশিনের💝 কাপড় পুরোপুরি পরিষ্কার হয় না।

ওয়াশিং মেশিন পরিষ্কার করতে বা দুর্গন্ধ মেটাতে সাদা ভিনেগার ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে মেশিনটি খালি🦄 করুন।

এবার মেশিনে গরম জল দিন এবং 3 কাপ ভিনিগার মেশান। এর পর মেশিন চালু করুন। তা✱রপর অপেক্ষা করুন।

এতে ওয়াশিং 📖মেশিনে জমে থা🗹কা সমস্ত ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আর কোনও গন্ধও থাকবে না।

বাড়িতে ভিনিগার না থাকলে আপনি লেবুর রসও ব্যবহার করতে পা𝕴রেন। সেক্ষেত্🃏রে ব্যবহারের পদ্ধতি একই থাকবে।