27 October 2023

বাইকের মাইলেজ বাড়ান এই সহজ উপায়ে

বাইক যাই হোক না ক🍒েন, সবাই চায় সেই বাইক যেন সর্বোচ্চ মাইলেজ দেয়। যদিও এট🌜া নির্ভর করে আপনি কীভাবে বাইক চালান তার উপর।

তবে এটাও ঠিক যে এই গরম আবহাওয়ায় বাইকের মাইলেজ অনেকটাই কমে যায়। কিন্তু এই বিশেষ বিষয়গুলি খেয়াল রাখলে মাইলেজ কমার ব🐽দলে বꦜাড়বে।

রোদে বাইক পার্ক করবেন না। সবসময় ঠাণ্ডা জায়গায় গাড়ি বা বাইক পার্ক করুন। প্রায়ই দেখা যায় অনেকেই রোদে বাইক পার্ক করেন।🍨

এতে বাইকের ফুয়েল ট্যাঙ্কের 𒊎পেট্রোল গরম পেয়ে গ্যাসের আকার ধারণ করে এবং উড়ে যায়। যদিও তা খুবই কম পরিমাণে। কিন্তু জ্বালানিও অনেকটাই কমে যায়।

সপ্তাহে অন্তত 3 বার টায়ারের চাপ পরীক্ষা করুন।  গরম পেয়ে হাওয়ার পরিমাণ বেড়ে যায়, ফলে💫 টায়ারের উপর চাপ পড়ে। এর প্রভাব ইঞ্জিনে পড়ে। যার ফলে মাইলেজে প্রভাব পড়ে।

প্রতিদিন রাস্তায় চলার ফলে বাইকে ইনস্টল করা এয়ার ফিল🌃্টারে প্রচুর পরিমাণে ধুলাবালি ঢুকে যায়। এর প্রভাব পরে মাইলেজে।

অনেক সময় দেখা যায় বাইকের চেন নোংরা হয়ে যায়। সেই সঙ্গে ঢিলেও হয়ে যায়। অনেক সময় চেনসꦏেট থে🍨কে আওয়াজ আসতে শুরু করে।

ত𝔉াই চেনটি 500 থেকে 700 কিলোমিটারের মধ্যে লুব্রিকেট করা উচিত, যাতে এটি পরিষ্কার করা যায়।𝓀 এতে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন।