31 October 2023

ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড ঠেকাতে কী করবেন?

সম্প্রতি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার বিভিন্ন ঘটনা সামনে এসেছে। কিন্তু এই ধরন🍬ের সমস্যা থেকে বাঁচার উপায় কী?

অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারির আয়ু কমালেᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚও, এর জন্য আগᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚুন লেগে যায় না। বেশিরভাগ স্কুটারেই আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়।

লিথিয়াম আয়ন ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হল🐬, এগুলি 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যায়।

এছাড়া আরও একটি কারণ আছে✃। তবে কোন স্কুটারের ব্যাটারিতে ভাল ব্যাটারি ও প্যাকেজিং ব্যাবহার ওহলেও অতিরিক্ত চার্জিংয়ের জন্য ব্যাটারিতে বিস্ফোরণ হতে পারে।

চার্জারে সঠিক প্রযুক্তি ব্যবহার না হলে ব্যাটারি সেল অ🌸তিরিক্ত চার্জ হতে পারে। এতেই ঘটে যা♓য় বিরাট বড় বিপদ।

এছাড়াও ইলেকট্রিক স্কুটারটটি সব সময় ঠা𓆏ন্ডা জায়গায় বা কোনও গাছের ছা🐲য়ায় পার্ক করা উচিত। আর সেই সঙ্গে জায়গাটা যেন শুকনো হয়।

স্কুটারটি চালিয়ে বাড়ি আসার সঙ্গে সঙ্গে সেটিকে চার্জে বসিয়ে দে🐼বেন না। এতে আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাಌকে।

এছাড়াও সব সময় কোম্পানির নির্দিষ্ট চার্জার দিয়েই চার্জ ♎করা উচিত। অন্য কোম্পানির বা নকল চার্জার ব্যবহার করলে ব্যাটারির উপর খাবার প্রভাব পড়ে।