13 December 2023

আধার কার্ড বিনামূল্যে আপডেটের শেষ তারিখ কবে?

credit: Instagram

TV9 Bangla

আধার কার্ড আপডেটেড না থাকলে একাধি♊ক সমস্যায় পড়তে হয়। আর বিগ অনেক দিন ধরেই এই আপডেট প্রক্রিয়া চলছে।

তবে বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল 14 ডিসেম্বর 2023 পর্যন🦋্ত। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (YIDAI) পক্ষ থেকে সেই তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন 14 মার্চ 2024 পর্যন্ত। সম্প্রতি এ😼ই সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে 𒅌আধার কর্তৃপক্ষ।

এই মুহূর্তে অনলাইন হোক অথবা অফলাইন🧜 সব কাজেই জরুর꧑ি আধার কার্ড। পরিচয় যাচাই করানো, ব্যাঙ্কের কাজ নানা ক্ষেত্রে গ্রহণ করা হয় এই কার্ড।

পরিচয় পত্রের পাশাপাশি প্যান কার্ড আপডেটের ক্ষেত্রেও কাজে লাগে🧸 আধার। তাই সময় থাকতে ভুলত্রুটি ঠিক করে তথ্য আপডেট করে নেওয়াই ভাল।

আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়ে𓄧ছে, আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেলে এবং কখনও আপডেট করা না 🔯হলে, ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে হবে।

ডেমোগ্রাফিক তথ্য যেমন - 𝓀নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। এই কাজ অনলাইন 🅺অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়েও করতে পারবেন।

কারণ আপনি যদি এই একই কাজ 14 🐈মার্চ 2024-এর পরে করতে যান, তাহলে আপনাকে টাকা খরচা করতে হবে। তাই এখনই করে নিন।